Bollywood Update : ঘটনাচক্রেই টাইগার হয়েছিলেন সলমান খান, কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কে?

Bollywood Update : পরপর দুটি সিক্যুয়েলের পরে টাইগার সিরিজের তৃতীয় ছবিতেও দেখা যাবে সলমনকে.. তবে জানেন কি সলমন নয়, নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন এক অন্য তারকা

0
111
Bollywood Update : ঘটনাচক্রেই টাইগার হয়েছিলেন সলমান খান, কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কে?
Bollywood Update : ঘটনাচক্রেই টাইগার হয়েছিলেন সলমান খান, কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কে?

বলিউড ইন্ডাস্ট্রিতে বিগত বছরগুলোতে একের পর এক ছবিতে অভিনয় করে যিনি নিজের কর্তৃত্ব কায়েম করেছেন তিনি হলেন সলমান খান.. এক কথায় বলিউডের ভাইজান হলেন সলমান..২০১২ সালে মুক্তি পেয়েছিল কবীর খান পরিচালিত ছবি ‘এক থা টাইগার’। যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ। তবে জানেন কি বক্স অফিসে ব্যাপক সফল এই ছবিটির জন্য নির্মাতাদের প্রাথমিক পছন্দ সলমান কখনোই ছিলেন না। তবে কে ছিলেন সেই তারকা?

২০১২ সালের পর প্রায় পাঁচ বছর বাদে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল টাইগার ফ্রাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘টাইগার জ়িন্দা হ্যায়’। তার ছ’বছর পরে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। আশা করা যাচ্ছে যে পূর্ববর্তী দুটি ছবির মতন চলতি বছরের ছবিটিও দারুন ভাবে সফলতা লাভ করবে। তবে আদিত্য চোপরা সলমানের জায়গায় কিন্তু পছন্দ করেছিলেন অন্য কাউকেই। সূত্রের খবর অনুযায়ী সলমন এই ছবিটি সই করার আগে,টাইগার চরিত্রের প্রস্তাব নিয়ে প্রথমে নাকি শাহরুখ খানের কাছে গিয়েছিলেন আদিত্য। বলিউডের গুপ্তচর ঘরানার ছবি করতে আগ্রহও দেখিয়েছিলেন শাহরুখ। তার পরেও কেন ছবি থেকে সরলেন বাদশা? কি কারনেই বা টাইগারের মতন একটি দারুন চরিত্রে অভিনয় করলেন না তিনি?

Bollywood Update : ঘটনাচক্রেই টাইগার হয়েছিলেন সলমান খান, কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কে?
Sharukh Khan

আরও পড়ুন- ইশার জামদানি, মিমির অর্গাঞ্জা, না কি পাওলির ঝুমকো? এবার পুজোয় ঠিক কার মতন নিজেকে দেখাতে চান আপনারা?

আসলেই সেই সময়ে ‘জব তক হ্যায় জানে’র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা.. পাশাপাশি কোন এক অজানা কারণেই টাইগার ছবির জন্য আর কাজ করতে পারেননি শাহরুখ। তাই শেষ পর্যন্ত আর উপায় না থাকায় আদিত্য চোপড়া এই ছবিটির ব্যাপারে সলমান খানকে জানান।এও জানা যায় যে,ওই ছবির জন্য সলমনের নাম সুপারিশ করেছিলেন শাহরুখ নিজেই‌। তবে শাহরুখ বা আদিত্য দুজনের কেউই যে ভুল ছিলেন না তা টাইগার মুক্তির পরেই বোঝা গিয়েছে তার সাফল্যে। খুবই সুন্দর ভাবে অ্যাকশন হিরোর চরিত্রে নিজেকে এই ছবিতে ফুটিয়ে তুলেছিলেন ভাইজান।

প্রসঙ্গত উল্লেখ্য,যশরাজের ‘স্পাই ইউনিভার্স’ তথা ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এর অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। তবে ‘টাইগার’-এর সুযোগ ছাড়লেও যশরাজের ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এ জায়গা পেয়েছেন শাহরুখও। ‘পাঠান’-এর মাধ্যমে চলতি বছরের শুরুতেই ব্লকবাস্টার হিটের খাতা খুলেছে ওয়াইআরএফ। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এই ছবিতে ক্যামিও ভূমিকায় দেখা গিয়েছিল সলমানকে। সূত্রের খবর অনুযায়ী টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবিতে সালমানের সঙ্গে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও। টাইগার চরিত্রের জন্য আপনার মতে সেরা অভিনেতা কে? অবশ্যই জানাতে ভুলবেন না.

আরও পড়ুন- Ananya Panday: ছোটবেলা থেকেই বিজ্ঞাপনের অনুশীলন করতেন তিনি, দেখুনতো চিনতে পারেন নাকি এই জনপ্রিয় বলিউড নায়িকাকে!