টলিউড ইন্ডাস্ট্রির একজন অতি পরিচিত মুখ হলেন ইশা সাহা (Ishaa Saha)। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা এবং ওয়েব সিরিজেও জমিয়ে অভিনয় করেন নায়িকা। তবে সব থেকে বেশি দর্শকদের কাছে আকর্ষণীয় হলো তার সোশ্যাল মিডিয়া।অভিনেত্রীর এক একটি আউটফিট এবং তাঁর ছকভাঙা স্টাইলিং সবার নজর কাড়ে মুহূর্তেই। বোল্ড পশ্চিমী পোশাকেও ইশাকে (Ishaa Saha) দুর্দান্ত দেখায়, আবার শাড়িতেও তিনি মোহময়ী। সম্প্রতি ঠিক এরকম ভাবেই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে তার একটি ছবি যা দেখে রীতিমতন ঘায়েল হয়ে পড়েছেন নায়িকার পুরুষ ভক্তরা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমীর দিন আপনারা কিন্তু নিশ্চিন্তে অভিনেত্রীর এই বিশেষ লুকটিকে রিক্রিয়েট করতে পারেন।
আরও পড়ুন- সত্যিই কি সম্পর্কে রয়েছেন উজান-সায়নী, কি জানাচ্ছেন কৌশিক পুত্র?
তবে তার আগে চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ধরনের সাজে ধরা দিয়েছেন (Ishaa Saha) ইশা? দুর্গাপূজো উপলক্ষে সম্প্রতি একটি লাল রঙের শাড়িতে ফটোশুট করেছেন ইশা।লাল বেনারসিতে তাকে এতটাই সুন্দর দেখাচ্ছে যে, চোখ ফেরানো যাচ্ছে না।ইশা (Ishaa Saha) এই শাড়িটি ‘BHOLI by Vartika’-এর কালেকশন থেকে বেছে নিয়েছিলেন। হাতে বোনা লাল রঙের এই বেনারসি শাড়ির উপরে অ্যান্টিক জরির কারুকার্য করা হয়েছিল।ট্র্যাডিশনাল ধাঁচে শাড়ি ড্রেপ করেছিলেন অভিনেত্রী, যা তাঁর ফিগারকে হাইলাইট করেছিল। শাড়ির সাথে মানানসই ব্লাউজ বেছে নিতেও কিন্তু কার্পণ্য বোধ করেননি নায়িকা।
আরও পড়ুন- দামি ডিজাইনার ড্রেস নয়, সাধারণ শাড়িতেই পাবেন পুজোর ট্রেন্ডি লুক, কি জানাচ্ছেন টলিউডের এই ডিজাইনার!
শাড়ির সঙ্গে একটি মনোক্রম্যাটিক লাল রঙের ব্লাউজ বেছে নিয়েছিলেন ইশা (Ishaa Saha)। জানিয়ে রাখি বর্তমান সময় কিন্তু মহিলাদের মধ্যে এই ধরনের ডিপ নেক ব্লাউজের ট্রেন্ড ব্যাপক রকম ভাবে প্রচলিত রয়েছে। যেহেতু এটি একটি ফেস্টিভ লুক তাই খোলা চুল এবং কাজল কালো চোখে ইশা হয়ে উঠেছিলেন মোহময়ী। কপালে একটি ছোট্ট টিপ এবং কানের পাশা তার সাজ সম্পূর্ণ করতে তাকে সাহায্য করেছিল। যদি অভিনেত্রীর এই বিশেষ অবতার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু দুর্গাপুজোর বিশেষ দিনে আপনারা এটাকে নিজেদের সাজ হিসেবে বেছে নিতেই পারেন।
আরও পড়ুন- Kalki 2898 AD: ‘কল্কি’ থেকে প্রকাশ্যে অমিতাভের ফার্স্ট লুক, পোস্টার ভাইরাল হতেই হইচই!
প্রসঙ্গত উল্লেখ্য ছোট পর্দা দিয়ে কাজ শুরু করলেও বর্তমানে ব্যাপকভাবে চলচ্চিত্রে কাজ করেন ইশা (Ishaa Saha)।2017 সালে অনিন্দ্য চ্যাটার্জি পরিচালিত পারিবারিক নাটক প্রজাপোতি বিস্কুটের মাধ্যমে তিনি তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর আবির চ্যাটার্জি এবং অর্জুন চক্রবর্তীর সাথে ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজি, সোয়েটার, কাছের মানুষ, গোলন্দাজ সহ আরো নানান ছবিতে দেখা গিয়েছে তাকে। (Ishaa Saha) ইশা অভিনীত চলচ্চিত্রের মধ্যে কর্ণসুবর্ণ গুপ্তধন বক্স অফিসে একটি ব্লকবাস্টার ছিল এবং এটি 9.2 কোটি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। এছাড়াও ইন্দু,গোরা সহ বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী।