দামি ডিজাইনার ড্রেস নয়, সাধারণ শাড়িতেই পাবেন পুজোর ট্রেন্ডি লুক, কি জানাচ্ছেন টলিউডের এই ডিজাইনার!

বিশেষ কোনো খরচ ছাড়াই সাধারণ শাড়িতে ক্রিয়েট করে ফেলুন পুজো স্পেশাল লুক, শুধু কাজে লাগাতে হবে এই কয়েকটি টিপস!

1
167
দামি ডিজাইনার ড্রেস নয়, সাধারণ শাড়িতেই পাবেন পুজোর ট্রেন্ডি লুক, কি জানাচ্ছেন টলিউডের এই ডিজাইনার!
দামি ডিজাইনার ড্রেস নয়, সাধারণ শাড়িতেই পাবেন পুজোর ট্রেন্ডি লুক, কি জানাচ্ছেন টলিউডের এই ডিজাইনার!

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু বাঙালির মধ্যে আবেগ আর উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরেই চলছে নানান রকমের জামা কাপড়ের কেনাকাটা এবং তার সঙ্গে মানানসই বিভিন্ন অ্যাক্সেসরিজ। আসলে সৌন্দর্যের দৌড়ে এই পুজোর সময় কে কতটা এগিয়ে থাকবে সেটাই এখন সবার কাছে মূল লক্ষ্য! অনেকেই মনে করেন যে দামি বা ডিজাইনার পোশাক ছাড়া হয়তো ট্রেন্ডি ফ্যাশনেবল লুক ক্রিয়েট করা সম্ভব নয়। তবে একথা কিন্তু একেবারেই সত্যি নয়। আপনারা একটু মাথা ঘামিয়ে চেষ্টা করলে খুব সহজেই কমদামের মধ্যেও কিন্তু নানান রকমের লুক ট্রাই করতে পারেন এবং হয়ে উঠতে পারেন পুজোর ডিভা।ফ্যাশনিস্তা হয়ে ওঠার জন্যে আমাদের ‘ভাবনা’-ই আসল। সম্প্রতি শহরের নামকরা ডিজাইনের অভিষেক রায় এই বিষয়ে নিজস্ব কিছু মতামত শেয়ার করেছেন। আসুন জেনে নেওয়া যাক কি বলছেন তিনি!

১) কো-অর্ডিনেশন:

এই প্রসঙ্গে অভিষেক রায়কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষাতেই জানান কখনোই স্টাইলিশ লুক ক্রিয়েট করার জন্য যে দামি ডিজাইনার পোশাক প্রয়োজন তা কিন্তু নয়।বরং আপনি কী ভাবে নানারকম আউটফিটের যুগলবন্দি তৈরি করে একটি লুক ক্রিয়েট করছেন, সেই নিয়েই সতর্ক থাকা জরুরি। এক্ষেত্রে আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে ‘কো-অর্ডিনেশন’-এর দিকে। অর্থাৎ আপনি কোন শাড়ির সঙ্গে কী ব্লাউজ স্টাইল করছেন কিংবা কোন কুর্তার সঙ্গে কী ধরনের ট্রাউজার পরছেন! এই বিষয় নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান এবং নানান রকমের ভুল কো-অর্ডিনেশন করে ফেলেন.. সেটা না করে এই মানানসই ব্যাপারটার দিকে একটু লক্ষ্য রাখুন এবং অবশ্যই সঙ্গে প্রয়োজন অনুযায়ী এক্সেসরিজ ক্যারি করুন। দেখবেন কখনোই আপনাকে কিন্তু ফ্যাশনেবল হয়ে ওঠার জন্য আর আর্থিক খরচ নিয়ে চিন্তা করতে হবে না।

Read More: Beauty Tips : কাজে লাগান এই বিশেষ ৭টি টোটকা, খুব সহজেই এভাবে মেকআপ করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর সুন্দর!

২) আত্মবিশ্বাসী থাকুন:

আপনি নতুন কোন ড্রেস ট্রাই করেছেন অথচ আপনি নিজের পোশাক নিয়েই স্বচ্ছন্দ নন এমন কিন্তু হওয়া উচিত নয়!! অবশ্যই আপনি যে ধরনের পোশাক পড়ছেন তার সঙ্গে আপনাকে নিজের আত্মবিশ্বাস টাকেও ধরে রাখতে হবে যাতে কখনোই আপনার সৌন্দর্য মাঠে মারা না যায়.. যদি এই আত্মবিশ্বাস ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হয় তাহলে অবশ্যই আগেভাগে দেখে নিন যে কোন ধরনের পোশাকে আপনি সবথেকে বেশি স্বচ্ছন্দ?

৩) অ্যাকসেসরিজের খেয়াল রাখুন:

আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন ধরনের ডিজাইনার ড্রেস বা পোশাকের সঙ্গে আপনারা কি ধরনের জুয়েলারি ক্যারি করছেন! অ্যাক্সেসরিজ মানানসই না হলে কিন্তু সাজ অসম্পূর্ণ থেকে যায়.. মনে রাখবেন সব ধরনের জুয়েলারি সব রকমের জামা কাপড়ের সঙ্গে কিন্তু মানায় না। তাই অবশ্যই আপনাকে সুন্দর করে বেছে নিতে হবে আপনার সঙ্গী এক্সেসরিজের ডিজাইন।

Read More: Weight Loss Tips : জেনে নিন সহজে রোগা হওয়ার কিছু উপায়, সর্বদাই থাকবে ওজন নিয়ন্ত্রণে!

৪) পুজো স্পেশাল লুকের টিপস:

কম দামের মধ্যে কিভাবে ড্রেস স্টাইল করবেন তা অনেকেই বুঝতে পারেন না! তাদের জন্য রইল এই বিশেষ পয়েন্টটি.. আপনারা কিন্তু চাইলে খুব সহজেই সস্তা এবং সাধারণ পোশাক দিয়েই খুব সুন্দর ভাবে ফ্যাশন ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন অভিষেক রায়ের মতে,আপনি একটি সলিড রঙের লিনেন শাড়ি পরতে পারেন। তার সঙ্গে স্টাইল করতে পারেন একটি স্লিভলেস ব্লাউজ। শেষে স্টেটমেন্ট ইয়াররিংসে সম্পূর্ণ করুন সাজ। এগুলো ছাড়াও আপনারা ট্রাই করতে পারেন হ্যান্ডলুম শাড়ি, কম খরচের মধ্যে ডিজাইনার কুর্তা সেট, ট্রেনডি টপস অথবা শরারা জাতীয় ডিজাইন। তবে অবশ্যই প্রত্যেকটা ড্রেসের সঙ্গে মানানসই সাজ এবং মেকআপ খেয়াল রাখার চেষ্টা করবেন।