গত শুক্রবার জিও মার্টের (Jio Mart) ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি’কে.. কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ? মনে করা হচ্ছে, amazon এবং flipkart এর মতো বড় বড় সংস্থাগুলোকে টক্কর দিতেই শেষমেষ এটি করতে বাধ্য হয়েছে সংস্থা। ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তাদের একটি বিজ্ঞাপন স্যুট করা হয়ে গিয়েছে। সুতরাং আগামী দিনে তাদের সংস্থার প্রত্যক্ষ মুখ হিসেবে ধোনি আসতে চলেছেন তাতে কোন সন্দেহ নেই।। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।
জিওমার্ট (Jio Mart) রিলায়েন্স একটি খুচরো পণ্য বিক্রির অ্যাপ। এই অ্যাপে গেরস্থের জরুরি প্রায় সব জিনিসই পাওয়া যায়। একইসঙ্গে সবজিপাতি, ফলমূল, চালডালও কেনা যায় জিওমার্ট (Jio Mart) থেকে। অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর মতো উৎসবের মরসুমে আপনারা এই অ্যাপ্লিকেশনেও কিন্তু বিভিন্ন পণ্যের উপরে ভালো ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন। ৮ই অক্টোবর থেকেই এই সেল শুরু হয়ে যাচ্ছে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মতোই। যেহেতু পুজোর মরশুম এবং তার মধ্যে আবার ক্রিকেটের সিজন তাই এই সময় ব্যবসায়িক কায়দার খাতিরেই ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More: Bollywood : সিনেমায় অভিনয় করার জন্য গায়ের রং বদলাতে কি করেছিলেন! জানালেন অভিনেতা বিক্রান্ত
জিও মার্ট (Jio Mart) এর তরফ থেকে ইতিমধ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে দেওয়া হয়েছে খবরটি।অনলাইন খুচরো পণ্যের সংস্থা জিওমার্টের সিইও সন্দীপ ভারাগান্টি এই প্রসঙ্গে জানিয়েছেন, “মহেন্দ্র সিং ধোনি আমাদের বিজ্ঞাপনী প্রচারের জন্য একদম ‘পারফেক্ট’। বিশ্বাস ও ভরসার নিরিখে ধোনির আর জিওমার্টের (Jio Mart) এই মেলবন্ধন যথার্থ”। যদিও amazon এবং flipkart এর উপরের কতটা প্রভাব পড়বে তা বোঝা সম্ভব নয়। তবে বাজারের উপর যে এর অনেকটাই প্রভাব পড়েছে তা বলা যায়। বিগত কিছু সময়ে মুকেশ আম্বানি খুচরো ব্যবসায় কিন্তু এই এপ্লিকেশনের মাধ্যমে অনেকটাই বিপ্লব এনেছেন।