মালাইকার জন্মদিনেও দেখা নেই অর্জুনের, কীভাবে ‘প্রেমিকা’-র মান ভাঙালেন বনি-পুত্র? নাকি বিচ্ছেদের জল্পনাই সত্যি হতে চলেছে?

সম্প্রতি পেরিয়ে গেল মালাইকা অরোরার ৪৮ তম জন্মদিন.. কিন্তু এই বিশেষ দিনে দেখা গেল না বিশেষ বন্ধু অর্জুন কাপুরকে.. তবে কি বিচ্ছেদের জল্পনাই সত্যি হতে চলেছে?

0
294
মালাইকার জন্মদিনেও দেখা নেই অর্জুনের, কীভাবে ‘প্রেমিকা’-র মান ভাঙালেন বনি-পুত্র? নাকি বিচ্ছেদের জল্পনাই সত্যি হতে চলেছে?
মালাইকার জন্মদিনেও দেখা নেই অর্জুনের, কীভাবে ‘প্রেমিকা’-র মান ভাঙালেন বনি-পুত্র? নাকি বিচ্ছেদের জল্পনাই সত্যি হতে চলেছে?

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন মালাইকা অরোরা। পঞ্চাশের কোঠায় বয়স হলেও যে কোন অভিনেত্রীকেই খুব সহজে টেক্কা দিতে পারেন তিনি। সম্প্রতি কয়েকদিন আগেই নিজের আটচল্লিশ তম জন্মদিনে পা রাখলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক সেলিব্রেশন এর ছবি এই দিন পোস্ট করলেও তার কোথাও কিন্তু বিশেষ মানুষ অর্জুন কাপুরের দেখা ছিল না। বিগত বেশ কিছুদিন ধরেই তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনা সামনে আসছে.. তবে কি সেই জল্পনাই সত্যি হতে বসলো। সত্যিই কি তবে আলাদা হয়ে যেতে চলেছেন মালাইকা অর্জুন?

প্রসঙ্গত জন্মদিনের দিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একাধিক ছবি শেয়ার করেন অভিনেত্রী। কিন্তু তার কোথাও অর্জুনের ছবি দেখা না যাওয়ায় বেশ প্রশ্ন জাগতে শুরু করে ভক্তদের মনে। তবে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে কিছু ক্ষণের মধ্যেই সমাজমাধ্যমের পাতায় মালাইকার সঙ্গে ছবি পোস্ট করলেন অর্জুন। প্রেমিকাকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বনি-পুত্র। অর্জুনের শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে,মালাইকার গলা জড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন,“জন্মদিনের শুভেচ্ছা! এই ছবিটা একেবারে আমাদের সম্পর্কের মতো। তুমি আমার জীবনের হাসি-খুশি, আনন্দের সবটুকু। পরিস্থিতি যতই কঠিন হোক, আমি চিরকাল তোমার পাশে থাকব।”

জানিয়ে রাখি বিগত বেশ কিছু সময় ধরেই এই তারকা দম্পতির বিচ্ছেদের খবর সামনে আসছিল এবং শোনা যাচ্ছিল সমাজমাধ্যমের প্রভাবী কুশা কপিলার প্রেমে পড়েছেন বনি কপূরের পুত্র। এই সব কানাঘুষোর মাঝে অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজমাধ্যমের পাতায় ‘আনফলো’ করে দেন মালাইকা। তাতেই সম্পর্কের সমীকরণ নিয়ে আরও বাড়তে থাকে সন্দেহ। সাধারণত যে কোন জায়গাতে একসাথেই যেতে পছন্দ করেন মালাইকা এবং অর্জুন। তবে এই সময় কিন্তু তাদের একসঙ্গে প্রায় দেখা যায়নি বললেই চলে।এক রবিবার দুপুরে মালাইকাকে সঙ্গে নিয়ে লাঞ্চ ডেটে গিয়েছিলেন বনি-পুত্র। সেই দিন রাতেই আবার ডিনার ডেটেও দেখা যায় যুগলকে। তার পরে ফের মাস খানেকের বিরতি। গোটা সেপ্টেম্বর মাসে এক বারও একসঙ্গে দেখা যায়নি যুগলকে।

এক সাক্ষাৎকারে তাদের সম্পর্ক নিয়ে মালাইকাকে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান,“আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি এমন একটা সময়ে রয়েছি… আমি ব্যক্তিগত জীবন নিয়ে স্রেফ তখনই কথা বলি, যখন না বলে আর উপায় থাকে না। আমার কোনও সাফাই দেওয়ার নেই, কারণ এ নিয়ে যা কিছু বলার ছিল, তা আগেই বলা হয়ে গিয়েছে”।মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাঁদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছিলেন মালাইকা-অর্জুন। তবে শেষমেষ তাদের সম্পর্কের পরিণতি কোন দিকে যাবে তা হয়তো সময়ই বলে দেবে।