Soumitrisha Kundu : ‘মহালয়া করতে ভালো লাগে না, গত দু বছর ওরা জোর করে করিয়েছে…!’, বিতর্কিত মন্তব্য সৌমিতৃষার!

Soumitrisha Kundu : কেন আর মহালয়া করতে চান না মিঠাই? কি বলছেন অভিনেত্রী!

1
181
Soumitrisha Kundu : ‘মহালয়া করতে ভালো লাগে না, গত দু বছর ওরা জোর করে করিয়েছে…!’, বিতর্কিত মন্তব্য সৌমিতৃষার!
Soumitrisha Kundu : ‘মহালয়া করতে ভালো লাগে না, গত দু বছর ওরা জোর করে করিয়েছে…!’, বিতর্কিত মন্তব্য সৌমিতৃষার!

টেলি দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে রয়েছেন সৌমিতৃষা কুন্ডু। জি বাংলার মিঠাই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন সৌমি। প্রায় ৫৬ বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেছিলেন আদৃত রায়। প্রায় বেশ কয়েক মাস আগে এই ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও দর্শকদের মধ্যে কিন্তু মিঠাইয়ের প্রতি ভালোবাসা একেবারেই কমেনি। তবে এবার বিতর্কিত মন্তব্য করে সকলের সামনে এলেন সৌমিতৃষা। প্রসঙ্গত বিগত বছর দুই সময় ধরে জি বাংলার মহিষাসুরমর্দিনীতে দেখা গিয়েছিল নায়িকাকে। এবার সেই মহিষাসুরমর্দিনী নিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।সৌমিতৃষার দাবি, মহালয়ার অনুষ্ঠানে নাচ করা তাঁর কোনওদিনই পছন্দ নয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে QNA-এর আয়োজন করেছিলেন সৌমিতৃষা। ভক্তদের তাঁকে নিয়ে করা নানা প্রশ্নের যেখানে জবাব দিলেন তিনি। তবে চোখ আটকাল একটা প্রশ্নে। এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ‘পরের বছর মহালয়ায় কি তোমায় দেখতে পারব?’ জবাবে সৌমিতৃষার সাফ জবাব, ‘না। আসলে মহালয়ায় পারফর্ম করা আমি কখনোই উপভোগ করি না। গত দু বছর ওদের অনুরোধে আমাকে পারফর্ম করতে হয়েছে, সত্যি বলছি।’

Soumitrisha Kundu : ‘মহালয়া করতে ভালো লাগে না, গত দু বছর ওরা জোর করে করিয়েছে…!’, বিতর্কিত মন্তব্য সৌমিতৃষার!
Soumitrisha Kundu : ‘মহালয়া করতে ভালো লাগে না, গত দু বছর ওরা জোর করে করিয়েছে…!’, বিতর্কিত মন্তব্য সৌমিতৃষার!

Read More: Jawan OTT Release: বক্স অফিসে ঝড় তুলে এ বার ওটিটির পর্দায় আসছে ‘জওয়ান’, কত কোটি টাকায় বিক্রি হল স্বত্ব?

অভিনেত্রীর এই স্পষ্ট জবাবে চটে গিয়েছেন নেট পাড়ার একাংশ। মহিষাসুরমর্দিনীর মতো অনুষ্ঠানের পারফর্ম করা তিনি পছন্দ করেন না জানতে পেরেই অবাক অনেকে।যেখানে মহালয়ার অনুষ্ঠানে পারফর্ম করতে মুখিয়ে থাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিকের মতো তারকারা, সেখানে সৌমিতৃষার এহেন জবাব ‘অহংকারের লক্ষণ’ বলেই মনে করছেন তারা।

Soumitrisha Kundu : ‘মহালয়া করতে ভালো লাগে না, গত দু বছর ওরা জোর করে করিয়েছে…!’, বিতর্কিত মন্তব্য সৌমিতৃষার!
Soumitrisha Kundu : ‘মহালয়া করতে ভালো লাগে না, গত দু বছর ওরা জোর করে করিয়েছে…!’, বিতর্কিত মন্তব্য সৌমিতৃষার!

Read More: Bollywood : সিনেমায় অভিনয় করার জন্য গায়ের রং বদলাতে কি করেছিলেন! জানালেন অভিনেতা বিক্রান্ত

প্রসঙ্গত মিঠাই ধারাবাহিকে অসাধারণ দক্ষতা নিয়ে অভিনয় করেছিলেন সৌমি। তার অসাধারণ অভিনয়ের গুণেই ধারাবাহিকটি জনপ্রিয়তা লাভ করে। ধারাবাহিক শেষ হতো না হতেই একেবারে টলিউডের অভিনয় করার সুযোগ পেয়ে গেছেন সৌমিতৃষা। জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি, তাও আবার মুখ্য ভূমিকায়। যদিও মহিষাসুরমর্দিনী নিয়ে এই বিতর্কের পরে অনেকেই তার এই মুখ্য ভূমিকায় অভিনয় করা প্রসঙ্গে কটাক্ষ করেছেন। একাংশের মত অনুযায়ী ‘দেবের পা চেটে’ তিনি টলিউডে কাজ পেয়ে গিয়েছেন। আবার অনেকেই তাকে ‘বেটে নায়িকা’ বলে কটাক্ষ করেছেন।