The Bong Guy: দার্জিলিঙে প্রি-ওয়েডিং ভিডিও শ্যুট করলেন কিরণ দত্ত, সত্যিই কি বিয়ে করছেন তিনি?

প্রাক-বিয়ের ভিডিও শ্যুট করে ভাইরাল হলেন ইউটিউবার কিরণ দত্ত; কবে বিয়ে করছেন তিনি? রইল বিশেষ প্রতিবেদন

0
225
The Bong Guy: দার্জিলিঙে প্রি-ওয়েডিং ভিডিও শ্যুট করলেন কিরণ দত্ত, সত্যিই কি বিয়ে করছেন তিনি?
The Bong Guy: দার্জিলিঙে প্রি-ওয়েডিং ভিডিও শ্যুট করলেন কিরণ দত্ত, সত্যিই কি বিয়ে করছেন তিনি?

ফেসবুক থেকে শুরু করে ইউটিউব এর দৌলতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবার কিরণ দত্তকে আপনারা সকলেই চেনেন।‘দ্য বং গাই’ হিসেবেই ভক্তদের মধ্যে পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোইং সংখ্যা কিন্তু দারুন রকমের।সম্প্রতি দার্লিজিং-এ গিয়ে ‘প্রি-ওয়েডিং ভিডিয়ো’ শ্যুট করলেন কিরণ! সঙ্গী অবশ্যই তাঁর মনের মানুষ অন্তরা নয়না রায় মজুমদার। তবে কি সত্যিই এবার চার হাত এক হতে চলেছে তাদের? ভিডিও ভাইরাল হওয়া মাত্রই প্রশ্ন করেছেন বহু মানুষ যে কবে বিয়ে করছেন কিরণ? কিন্তু আসল ব্যাপারটা কি? চলুন জেনে নেওয়া যাক!

প্রসঙ্গত উল্লেখ্য, এই ভিডিওতে নিজের প্রেমিকাকে নিয়ে পাহাড় দর্শনের বিভিন্ন দৃশ্য শেয়ার করেছেন কিরণ দত্ত।। যদিও সত্যিই তিনি বিয়ে করছেন কিনা এই প্রসঙ্গে কিছুই জানাননি এই জনপ্রিয় ইউটিউবার। বরং পুরো ব্যাপারটাকেই ধোঁয়াশার মধ্যে রেখেছেন তিনি। ‘দ্য বং গাই’এর শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ‘পাহাড়ের রানি’র কোলে কিছু দুর্দান্ত মুহূর্ত কাটালেন এই প্রেমিক যুগল। কখনও পাহাড়ি ঝর্ণায় মন মজল তাঁদের, কখনও এনজয় করলেন পাহাড়ি খাবার। ট্রেকও করলেন জমিয়ে। অন্তরার সঙ্গে থাকতে থাকতে কি পরিবর্তন এসেছে কিরণের? আগে একেবারেই বিড়ল-প্রেমী ছিলেন না কিরণ, কিন্তু এখন বিড়াল ভালোবাসেন কিরণ। নিজের মুখেই জানালেন সে কথা। তবে ক্যাপশনে এই ভিডিওটিকে প্রাক বিয়ের ভিডিও বলে উল্লেখ করতেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে কমেন্ট বক্সে।

ভিডিও শেষে কিরণ এও জানিয়েছেন যে এর পরেই তিনি ইন্টারন্যাশনাল ভ্লগ আনতে চলেছেন। যদিও এই ইন্টারন্যাশনাল ভ্লগ ভিডিও কোথায় হবে তা সম্পর্কে কিছু জানা যায়নি। তবে কিরণ দত্তের শেয়ার করা এই ভিডিও ভাইরাল হতে না হতেই নানান রকমের মন্তব্য করতে শুরু করে দিয়েছেন তার ফলোয়ার্সরা।একজন লেখেন- ‘দাদা বিয়ে করার পর প্রথম বাসন মাজার ভ্লগটা কবে আসছে’। কেউ আবার লেখেন, ‘দাদা হানিমুনের ভিডিয়ো আপলোড করবেন তো?’যদি এখনো পর্যন্ত আপনারা এই ভিডিও না দেখে থাকেন, তাহলে আর অপেক্ষা না করে দেখে নিন!