বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু বিভিন্ন রকম দিক থেকে আর্থিক বিনিয়োগ করছেন। সাধারণত বিপুল অঙ্কের কর্পাস তৈরির জন্য অনেকেই মিউচুয়াল ফান্ড স্কিম বেছে নেন। এক্ষেত্রে বিনিয়োগকারীদের একাংশের পছন্দের প্রকল্প ELSS Funds তথা Equity Linked Savings Scheme। সরাসরি ইকুইটি স্কিমগুলির সঙ্গে এই ফান্ড যুক্ত থাকে। কিন্তু যদি আপনি ট্যাক্সের উপর ছাড় পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেভিংস স্কিম বেছে নিতে হবে। এই প্রকল্পের ক্ষেত্রে প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনারা ছাড় পেতে পারেন। তবে অবশ্যই তার জন্য আপনাকে পুরনো ট্যাক্সের স্ট্রাকচার বেছে নিতে হবে। জানিয়ে রাখি এই স্কিমের ক্ষেত্রে তিন বছরের লক ইন পিরিয়ড থাকছে তাই আপনারা কিন্তু ৩৬ মাসের আগে কোনভাবেই টাকা তুলতে পারবেন না।বর্তমানে বেশ কয়েকটি ELSS Funds -এ দুর্দান্ত রিটার্ন মিলছে। এমন কয়েকটি ফান্ড সম্পর্কেই আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। যদি আপনারাও এতে আগ্রহী থাকেন তাহলে আমাদের প্রতিবেদনটি মিস করবেন না।
Top ৫টি ELSS Funds
১) কোয়ান্ট ট্যাক্স প্ল্যান (ELSS Funds):
আগেই আপনাকে এই ফান্ডের বর্তমান মূল্য জেনে নিতে হবে । এর মোট সম্পদের মূল্য দাঁড়াচ্ছে বর্তমানে 4605.78 কোটি টাকা। এই ফান্ডে তিন বছরের নিরিখে বিনিয়োগ করে মিলেছে 34.90 শতাংশ। পাঁচ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে পাওয়া গিয়েছে 24.49 শতাংশ। খুব সহজেই কিন্তু এই ফান্ড রেটিং এর দিক থেকে ফাইভ স্টার সংগ্রহ করে নিয়েছে। তাই এটির দিকে আপনারা নিশ্চিন্তে পা বাড়িয়ে এগিয়ে আসতে পারেন.
২) ডিএসপি ট্যাক্স সেভার ফান্ড (ELSS Funds):
বর্তমানে এর মোট সম্পদের মূল্য রয়েছে 11862.57 কোটি টাকা। তিন বছরের জন্য বিনিয়োগে পাওয়া গিয়েছে 26.96 শতাংশ রিটার্ন। পাঁচ বছরের ক্ষেত্রে মিলেছে 16.75 শতাংশ রিটার্ন। এক বছরের মেয়াদে বিনিয়োগকারীরা এখানে পেয়ে যাবেন 21.71 শতাংশ। সুতরাং রেটিং এর দিক থেকে এটিও খুব একটা খারাপ স্থানে নেই।
Read More: ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা বাড়লো, জেনে নিন কবে রয়েছে শেষ তারিখ!
৩) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্যাক্স অ্যাডভান্টেজ প্ল্যান (ELSS Funds):
বর্তমানে এই ফান্ডের সম্পদের মোট মূল্য রয়েছে 843.13 কোটি টাকা।যদি আপনারা এই ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে তিন বছরে পেয়ে যাবেন 26.32 শতাংশ। পাঁচ বছরের নিরিখে বিনিয়োগকারীরা পেয়েছেন 19.66 শতাংশ রিটার্ন।
৪) পিজিআইএম ইন্ডিয়া ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড (ELSS Funds):
এই ফান্ডে বিনিয়োগ করলে তিন বছরে আপনারা রিটার্ন পাবেন 25.89 শতাংশ। পাঁচ বছরে মিলেছে 14.75 শতাংশ। আপাতত এর মোট সম্পত্তির পরিমাণ এর মূল্য দাঁড়িয়েছে 560.07 কোটি টাকা।
৫)বন্ধন ট্যাক্স অ্যাডভান্টেজ (ইএলএসএস) ফান্ড (ELSS Funds):
আকর্ষণীয় রিটার্ন পেতে চাইলে এটা একটা দারুণ অপশন হতে পারে। তিন বছরে এখানে বিনিয়োগকারীরা পেয়ে যাবেন 31.34 শতাংশ রিটার্ন এবং পাঁচ বছরের ক্ষেত্রে এর পরিমাণ দাঁড়াবে 16.92 শতাংশ।