Job Update : এবার থেকে মাধ্যমিক পাশেই পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের চাকরি, ৯ হাজার RPF নেবে রেল!

Job Update : দীর্ঘদিন ধরে বেকার সমস্যায় ভুগছেন? কেন্দ্রীয় সরকারের কাজের সঙ্গে যুক্ত হতে চান? মোটা বেতনের এই চাকরির বিজ্ঞপ্তি কিন্তু ভুলেও মিস করবেন না!

0
286
Job Update : এবার থেকে মাধ্যমিক পাশেই পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের চাকরি,৯ হাজার RPF নেবে রেল!
Job Update : এবার থেকে মাধ্যমিক পাশেই পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের চাকরি,৯ হাজার RPF নেবে রেল!

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর! আপনিও কি দীর্ঘ সময় ধরে বেকার সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন? দীর্ঘ সময় ধরেই বহু চেষ্টা করার পরেও চাকরি পাচ্ছেন না? তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি ভুলেও কিন্তু মিস করবেন না। সম্প্রতি রেলওয়ের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেই বিষয়েই আমরা আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।

আবেদনকারীদের জন্য বিশেষ কিছু তথ্য:

জানা যাচ্ছে খুব শীঘ্রই,Railway Protection Force এর বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে রেলে। এখানে প্রায় ৯ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। তাই আপনাদের কিন্তু নিয়োগ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না।। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। বিশাল কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।।

  • এই পদগুলোর জন্য বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। অর্থাৎ এই বয়সের মধ্যে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন।
  • লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে নির্বাচন করা হবে।Computer Best Test,Physical Efficiency Test,Physical Measurements Test দিতে হবে প্রার্থীদের।
  • অবশ্যই কিন্তু আপনার কাছে সমস্ত সঠিক ডকুমেন্ট থাকতে হবে কারণ পরীক্ষা এবং বাকি সব কাজ হয়ে যাবার শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করেই আপনার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- SBI UPI Problem: এসবিআই-এর অ্যাকাউন্ট থেকে ফোনপে,গুগল পে চালাচ্ছেন? বন্ধ হতে পারে পরিষেবা! জেনে নিন বিশদে..

কিভাবে আবেদন করবেন?

আপনারা যারা এই পদগুলোর জন্য আবেদন করতে চান তারা কিন্তু কোন ঝামেলা ছাড়াই অনলাইনে আবেদন করতে পারেন ‌। এর জন্য আপনাদের খুব একটা ঝামেলা ভোগ করতে হবে না।বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে পূরণ করতে হবে আবেদন পত্র। স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত নথি। এরপর আবেদন ফি মেটাতে হবে। ব্যাস তাহলেই আপনাদের কাজ সম্পূর্ণ।