প্রতি মাসে পেনশন পাবেন 16 হাজার টাকা, LIC নিয়ে এলো দুর্দান্ত স্কিম

মাসে পেনশন পাবেন 16,000 টাকা, জেনে নিন এই নতুন LIC প্রকল্প সম্পর্কে!

1
185
প্রতি মাসে পেনশন পাবেন 16 হাজার টাকা, LIC নিয়ে এলো দুর্দান্ত স্কিম
প্রতি মাসে পেনশন পাবেন 16 হাজার টাকা, LIC নিয়ে এলো দুর্দান্ত স্কিম

নিজের এবং সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অনেক মানুষই কিন্তু নানান রকমের প্রকল্প নিয়ে থাকেন। তবে অবশ্যই সেই প্রকল্পগুলো আপনাকে সঠিকভাবে বেছে নিতে হবে যাতে ভবিষ্যতে সঠিক লাভ পেতে পারেন। ঠিক যেমন আজ আমরা দারুণ একটি স্কিম সম্পর্কে আলোচনা করব যেখানে আপনারা মাসে 16 হাজার টাকা পর্যন্ত পেনশন পেয়ে যাবেন সহজেই। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই প্রতিবেদন।

সম্প্রতি এই দুর্দান্ত স্কিমটি নিয়ে আসা হয়েছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC এর তরফ থেকে। প্রথমেই জানিয়ে রাখি,ভারতীয় জীবন বিমা নিগম করপোরেশনে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করতে হয় পলিসি গ্রহণকারীকে। আপনারা জানলে অবাক হবেন, নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি ইনভেস্টকারীর মৃত্যু ঘটে, তবে সেই বিমার পুরো টাকা দেওয়া হয় তার পরিবারকে। আজকে যে স্কিমটির কথা বলব সেটাও অনেকটা এরকমই। এই প্রকল্পটির নাম জীবন অক্ষয় প্রকল্প। এতে আপনারা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন।

Read More: চাকুরীজীবীদের জন্য আনা হলো বিশেষ সেভিংস একাউন্ট, জেনে নিন বিশদে

জীবন অক্ষয় প্রকল্প:

  • LIC এর সবথেকে সেরা প্রকল্প গুলোর মধ্যে এটাকে গণ্য করা যেতে পারে।এই স্কিমে বিনিয়োগ করতে হলে অবশ্যই বিনিয়োগকারীর বয়স ৩০ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি একসাথে সমস্ত টাকা ইনভেস্ট করতে হবে ওই বীমা গ্রহণকারীকে।
  • আপনি চাইলে সর্বনিম্ন ১ লাখ টাকা দিয়ে এই বীমা গ্রহণ করতে পারেন। তবে যদি আপনি মাসিক পেনশনে ৩৫ লাখ টাকা ইনভেস্ট করেন, তবে নির্ধারিত সময় শেষে প্রতি মাসে আপনি ১৬,৪৭৯ টাকা পেনশন পাবেন।
  • যদি আপনি ৩ মাস প্রকল্পে টাকা ইনভেস্ট করেন, তবে আপনি একসাথে ৪৯,৭৪৪ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ সমস্ত রকম দিকেই থাকছে সুবিধে।
  • এই প্রকল্পে অপশন এর ক্ষেত্রে অ্যানুইট্যান্ট তথা পলিসি হোল্ডারদের যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে নমিনি কিছু সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও এককালীন সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি এককালীন অর্থ পেয়ে থাকেন।

Read More: মাসে মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে পান লক্ষাধিক টাকার রিটার্ন, জেনে নিন বিশদে!