সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সমস্ত সেভিংস অ্যাকাউন্টগুলোকে আপগ্ৰেড করেছে অনেকটাই। ইতিমধ্যেই তাই চাকুরীজীবীদের জন্য তারা নিয়ে এলো বিশেষ কিছু সুবিধা। যদি আপনারাও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন টি মিস করবেন না।
কি জানাচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও রজনীশ কর্ণাটক গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছেন,”ব্যাঙ্ক এই নতুন আপগ্রেড করা সেভিংস অ্যাকাউন্টগুলির সঙ্গে তার সঞ্চয় অ্যাকাউন্টের সংখ্যা বাড়াতে প্রস্তুত। এতে দারুণ ছাড় এবং বিমা কভার পাওয়া যাবে।আমরা নিশ্চিত যে আপগ্রেড করা সেভিংস অ্যাকাউন্ট যা এখন আমাদের গ্রাহকদের সঞ্চয়, সুবিধা, সুরক্ষা এবং বিমার চাহিদার সঙ্গে বিভিন্ন ছাড়ের আকারে আকর্ষণীয় ফিচারগুলির মাধ্যমে বিশেষ যত্ন নেয়”।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপগ্রেড করা সেভিংস অ্যাকাউন্টের সুবিধাগুলো কি কি?
- এখানে অ্যাক্সিডেন্টে মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ কভার হিসেবে ১৫০ লাখ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে।
- বিমান দুর্ঘটনার ক্ষেত্রে এই টাকার অংকের পরিমাণ হবে ১০০ লাখ টাকা।
- যদি আপনি গোল্ড এবং ডায়মন্ড সেভিংস একাউন্ট হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত কম খরচে লকারের সুবিধা দেওয়া হবে আপনাকে ব্যাংকের তরফ থেকে।প্ল্যাটিনাম সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক বিনামূল্যে লকারের সুবিধা দেবে।
- আন্তর্জাতিক ডেবিট সহ এটিএম কার্ডের ক্ষেত্রে বিশ্বব্যাপী অ্যাক্সেস পেয়ে যাবেন।
- লোনের জন্য নেওয়া সুদের উপর ছাড় দেওয়া হবে।
- বিনামূল্যে ক্রেডিট কার্ড দেওয়া হবে।
- POS-এ উচ্চতর ব্যবহারের সীমা 5.00 লাখ টাকা পর্যন্ত এবং বিভিন্ন AQB সহ ক্রেডিট কার্ড বিনামূল্যে ইস্যু করা হবে।
Read More: বড়োসড়ো রিটার্ন পেতে চাইলে সময় নষ্ট করবেন না, যুদ্ধের বাজারে আজই কিনে নিন এই ৩ বড়ো শেয়ার!
সুদের হার বা ইন্টারেস্ট রেট কেমন থাকছে?
এই আপগ্রেড করা সেভিংস অ্যাকাউন্টগুলোতে কিন্তু আপনারা দারুণ সুদের হারের সুবিধা পেয়ে যাবেন। চলুন জেনে নিই।ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সেভিংস অ্যাকাউন্টে 1 লাখ টাকার ব্যালেন্স পর্যন্ত 2.75 শতাংশ হারে সুদ অফার করছে।ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সেভিংস অ্যাকাউন্টে 1 লাখ টাকার ব্যালেন্সের ক্ষেত্রে 2.90 শতাংশ সুদ দেয়। এ ধরনের আপডেট পেতে নজর রাখতে থাকুন আমাদের অন্যান্য প্রতিবেদন গুলির উপর।।