কয়েক বস্তা খুচরো টাকা নিয়ে আইফোন ১৫ কিনতে হাজির এক ‘ ভিখারি’, কি ঘটলো তারপর?

বস্তা বস্তা খুচরো টাকা নিয়ে আইফোন কিনতে এলেন এক ভিখারি, আসল ঘটনাটা কি?

1
244

পরনে নোংরা জামা কাপড় এবং গা- ভর্তি কালিঝুলি মেখে দোকানে আইফোন কিনতে হাজির এক ভিখারী। কি শিরোনাম দেখে অবাক হচ্ছেন তো? আপনাদের মতই দোকানের কর্মীরাও কিন্তু এক ব্যক্তিকে এইভাবে দোকানে প্রবেশ করতে দেখে দারুণ অবাক হয়েছিলেন।ওই ব্যক্তি দোকানের কর্মীদের জানান, তিনি আইফোন ১৫ কিনতে এসেছেন। তা শুনে চমকে ওঠেন বিক্রেতারা। তবে বিস্মিত হওয়ার বাকি ছিল তখনও। একটি থলি থেকে ওই যুবক কয়েক লক্ষ টাকার কয়েন বার করেন। সম্প্রতি রাজস্থানের এক দোকানের এই ঘটনা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছে। কিন্তু আপনারা কি জানেন আসল ঘটনাটা কি? কেনই বা এক ভিখারি বস্তা বস্তা কয়েন নিয়ে এলেন আইফোন কিনতে?

Read More: পার্লারে না গিয়েই বাড়িতে বসে পেয়ে যান উজ্জ্বল ও চকচকে ত্বক, ট্রাই করে দেখুন এই বিশেষ ঘরোয়া টোটকা

সম্প্রতি কিছুদিন আগেই ভারতীয় বাজারে আইফোন 15 লঞ্চ করেছে অ্যাপল। আইফোনের এই নতুন সিরিজ টি মার্কেটে আসার সাথে সাথেই বহু মানুষ এটিকে বাড়িতে নিয়ে আসতে শুরু করে দিয়েছেন। পূর্ববর্তী সিরিজের তুলনায় খুব একটা পার্থক্য না থাকলেও সুন্দর লুক এবং কিছু ফিচারস একে আলাদা করেছে। সম্প্রতি রাজস্থানের দোকানে যে ভিখারিটি আইফোন কিনতে এসেছিলেন জানা যাচ্ছে আসলে তিনি একজন ইউটিউবার। আপনারা এর আগেও দেখেছেন ইউটিউবাররা নিজেদের চ্যানেলের জন্য নানান রকমের প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে থাকেন। এই ব্যক্তিও নিজের চ্যানেলের জন্য এইভাবে একটি পরীক্ষামূলক ভিডিও তৈরি করতে চেয়েছিলেন।পেশায় ইউটিউবার ওই যুবক পরিকল্পনা করেছিলেন, এই ফোন নিয়েই একটি মজাদার ভিডিয়ো বানাবেন।

Read More: গুগল ক্রোমের ব্যবহার নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র, কিভাবে নিজের ফোন আর ল্যাপটপ নিরাপদে রাখবেন, জেনে নিন

চিন্তাভাবনা মতোই এক ভিখারির ছদ্মবেশ ধরে ফোনের দোকানে আইফোন কিনতে উপস্থিত হন এই ইউটিউবার। খুচরো পয়সার বিনিময়ে তাকে আইফোন বিক্রি করতে রাজি হননি ক্রেতারা। আর কিছুটা তার বেশভূষা দেখেও অবাক হয়েছিলেন সকলে। পরনে শতচ্ছিন্ন বস্ত্র পরে কেউ যে আইফোন কিনতে আসতে পারে এটাই তো সব থেকে অবাক করার মতো বিষয়!কিন্তু অনেক অনুরোধের পর তাঁরা রাজি হন। রাজি হওয়া মাত্রেই ওই ইউটিউবার নিজের আসল পরিচয় দেন। ভাইরাল হওয়া ভিডিয়োটি ইতিমধ্যে প্রায় ৩৪ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। কমবেশি অনেকেরই ভিডিওটি পছন্দ করেছেন এবং কমেন্ট বক্সে ওই ইউটিউবারের অভিনয়কে কেন্দ্র করে নানান রকমের মন্তব্য করেছেন।। আবার অনেকেই জানিয়েছেন বেশভূষা দিয়ে কখনো মানুষকে বিচার করা উচিত নয়। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না।