‘অভিনেতারা কখনও বয়স নিয়ে সত্যি কথা বলে না’, ফাঁস হল তমন্না ভাটিয়ার ১৮ বছরের পুরনো ভিডিও?

‘অভিনেতারা কখনও বয়স নিয়ে সত্যি কথা বলে না’, ভাইরাল হলে তমান্নার বিতর্কিত ভিডিও!

4
165

বলিউড এবং সাউথ দুই ক্ষেত্রেই জমিয়ে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তামান্না ভাটিয়া। দীর্ঘ সময় ধরেই নিজের অসাধারণ অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যের দ্বারা দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন তিনি। তবে এই সব কিছুর মাঝেই প্রায় 18 বছর পর তার একটি বহু পুরনো ভিডিও ভাইরাল হয়ে উঠে আসলো আমাদের সামনে। এই ভিডিওটি যখন তৈরি হয় বোঝাই যাচ্ছে যে নায়িকার বয়স অত্যন্ত কম ছিল।২০০৫ সালে ‘চাঁদ সা রোশন চেহরা’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তাঁর। জানা যাচ্ছে এই ভাইরাল ভিডিওটিও প্রায় সেই সমসাময়িক। এবার আসুন জেনে নেওয়া যাক সেই ভিডিওতে এমন কি বলেছিলেন তামান্না যা থেকে বিতর্ক তৈরি হলো?

Read More:কয়েক বস্তা খুচরো টাকা নিয়ে আইফোন ১৫ কিনতে হাজির এক ‘ ভিখারি’, কি ঘটলো তারপর?

উল্লেখ্য,সেই ভিডিয়োয় তমন্না বলছেন, “আমি ছবিটি সই করেছিলাম দু’বছর আগে। তখন আমার বয়স ছিল ১৩ বছর। এখন আমি স্কুলে পড়ি। দশম শ্রেণির ছাত্রী আমি। পড়াশোনা সামলে শুটিং করছি। এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।” কিন্তু ভিডিও দেখে তাকে দশম শ্রেণীর ছাত্রী বলে বোঝা দায়। গালে চড়া মেকআপ এবং ঠোঁটে লিপগ্লস এবং মানানসই হেয়ার স্টাইলে সবমিলিয়ে তাকে বেশ বড়ই মনে হচ্ছিল। ভিডিওটি দেখে অনেকেই বিশ্বাস করতে চাননি যে তমন্না স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। যার ফলস্বরূপ বেশ সমালোচনার মুখোমুখি পরতে হয়েছে অভিনেত্রীকে। ভিডিওটি ভাইরাল হতে না হতেই কমেন্ট বক্সে বহু মানুষ লিখেছেন যে ‘অভিনেতা বা তারকারা কখনোই নিজেদের আসল বয়স বলেন না’। হয়তো তামান্নাও তাই করেছেন।

Read More: Baisakhi-Sovan: ‘মহুলের জীবনে যেন একটা শোভন আসে’, মেয়ের সহবাসে আপত্তি নেই বৈশাখীর! আপন কন্যাকে নিয়ে আর কি বললেন বৈশাখী?

২০০৫ সালে অভিনয় জগতে পা রাখার পর একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তমন্না। তার উল্লেখযোগ্য কাজ গুলির মধ্যে রয়েছে অয়ন (২০০৯), পাইয়া (২০১০) এবং সিরুথাই (২০১১)। ২০১১ সালে তিনি ১০০% লাভ (২০১১) করে তেলুগু ছবিতে ফিরে আসেন। তার অন্যান্য ছবিগুলো হলো রাছা (২০১২), ক্যামেরামান গঙ্গা থো রামবাবু (২০১২), থাডাকা (2013), আগাডু (২০১৪), বাহুবলীঃ দ্য বিগিনিং, বেঙ্গল টাইগার (২০১৫),ওপিরি (২০১৬) এবং ‘বাহুবলী ২ঃ দ্য কনক্লুশন (২০১৭)। বেশ কিছু বলিউডের চলচ্চিত্রেও দেখা গিয়েছে তাকে। অ্যাকশন থেকে রোমান্টিক এবং থ্রিলার থেকে কমেডি সব ধরনের চরিত্রেই সমান স্বচ্ছন্দ তিনি। অবশ্যই এই অভিনেত্রীকে ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।