Jio Offer : পুজো উপলক্ষে বড়সড় চমক নিয়ে এলো জিও, সবথেকে সস্তা ফোনেও থাকছে UPI সুবিধা!

Jio Offer : পুজো উপলক্ষে জিওর বড় সারপ্রাইজ, সবথেকে সস্তা ফোনেও এবার থেকে মিলবে UPI

0
128
Jio Offer : পুজো উপলক্ষে বড়সড় চমক নিয়ে এলো জিও, সবথেকে সস্তা ফোনেও থাকছে UPI সুবিধা!
Jio Offer : পুজো উপলক্ষে বড়সড় চমক নিয়ে এলো জিও, সবথেকে সস্তা ফোনেও থাকছে UPI সুবিধা!

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা গুলির মধ্যে প্রথমেই রয়েছে মুকেশ আম্বানির মালিকানাধীন জিও। দীর্ঘ সময় ধরেই নিজের গ্রাহকদের একের পর এক দারুন সুবিধা দিয়ে এবং কম খরচে ইন্টারনেট পরিষেবা দিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠা করেছে। যদিও বর্তমানে জিওর পরিষেবা গুলির দাম কিছুটা বেড়ে যাওয়ায় খানিকটা ক্ষুদ্ধই হয়েছিলেন গ্রাহকেরা। তবে এবার সেই ক্রোধকে প্রশমিত করতেই দারুন সুবিধা নিয়ে এসেছে এই টেলিকম কোম্পানি। সম্প্রতি ভারতের সবথেকে 4G ফিচার ফোন হিসাবে লঞ্চ হল Jio Bharat B1।উৎসবের মরশুমে গ্রাহকদের চমক দিতে, এই ফোনে দেওয়া হয়েছে 4G কানেকশনের সঙ্গে UPI সাপোর্ট।

জানিয়ে রাখি এটি জিও ফোনের তৃতীয় সিরিজ হিসেবে এসেছে।এর আগে Jio Bharat V2 এবং K1 কার্বন এডিশন লঞ্চ করেছিল সংস্থা। Jio Bharat B1 একটি আলফা-নিউমেরিক কি-প্যাড ফোন। এর মধ্যে রয়েছে 2.4 ইঞ্চি ডিসপ্লে ও হাই-এন্ড স্মার্টফোনের মতো ম্যাট ও গ্লসি ফিনিশ। পাশাপাশি এর মধ্যে আরো বেশ কিছু সুবিধা আপনারা পেয়ে যাবেন যার মধ্যে অন্যতম হলো ইউপিআই (UPI)।

Jio Offer : পুজো উপলক্ষে বড়সড় চমক নিয়ে এলো জিও, সবথেকে সস্তা ফোনেও থাকছে Upi সুবিধা!
Jio Offer : পুজো উপলক্ষে বড়সড় চমক নিয়ে এলো জিও, সবথেকে সস্তা ফোনেও থাকছে Upi সুবিধা!

আরও পড়ুন- Top 10 Cars in India : ভারতের সবচেয়ে সুরক্ষিত ১০টি গাড়ি কি কি? জেনে নিন বিস্তারিত!

এই ফোনে থাকছে 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে, 0.05GB র‌্যাম,সিঙ্গেল ন্যানো সিম সাপোর্ট,ব্লুটুথ, WiFi,USB কানেকশন,128GB পর্যন্ত সম্প্রসারণ করা যাবে এমন স্টোরেজ, 2,000mAh ব্যাটারি, FM রেডিও ইত্যাদি।এই ফোনে ইনবিল্ট JioPay রয়েছে। যেখানে মিলবে UPI ব্যবহার করার সুযোগ। পাশাপাশি এর মধ্যে ক্রেতারা পেয়ে যাবেন ফোনের ব্যাক প্যানেলে একটি ক্যামেরা ও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সব মিলিয়ে কিন্তু কম খরচের মধ্যেই ফোনটি একেবারে আদর্শ আপনাদের জন্য। এবার আসুন জিও ফোনের এই নতুন সিরিজের মডেলের দাম প্রসঙ্গে একটু বিশদে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন- BMW CE02 Electric: টিভিএস তৈরি করছে বিএমডব্লিউর ইলেকট্রিক টু-হুইলার, কেমন দেখতে ? জেনে নিন বিস্তারিত

লঞ্চের পর এই ফোনটির দাম রাখা হয়েছে 1,200 টাকা।জিও ভারত বি1 এর এই মডেলটি আপনারা কিন্তু খুব সহজেই amazon থেকে কিনে নিতে পারেন। অ্যামাজনে ছাড়াও জিও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা এই মোবাইল ফোনটি কিনতে পারবেন একই মূল্যে। উল্লেখ্য,এই সিরিজে আর যে দুটি ফোন রয়েছে অর্থাৎ V2 এবং K2 Karbonn তার দাম 999 টাকা। যারা স্মার্টফোন ব্যবহার করতে খুব একটা পছন্দ করেন না তারা এবং স্মার্টফোনের পাশাপাশি একটা সেকেন্ডারি মোবাইল হিসেবেও কিন্তু আপনারা এই মোবাইলটি ব্যবহার করতে পারেন।