Sourav Ganguly : জানেন কি সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা কি চাকরি করেন? রইল বিশেষ প্রতিবেদন!

Sourav Ganguly : প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি'কে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই.. জানেন কি দাদার মেয়ে কি চাকরি করেন?

0
197
Sourav Ganguly : জানেন কি সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা কি চাকরি করেন? রইল বিশেষ প্রতিবেদন!
Sourav Ganguly : জানেন কি সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা কি চাকরি করেন? রইল বিশেষ প্রতিবেদন!

সৌরভ গাঙ্গুলী’কে চেনেন না এমন মানুষের সংখ্যা হয়তো নেই বললেই চলে! মহারাজ তথা দাদার সম্পর্কে জানতে কম বেশি কিন্তু সকলেরই ব্যাপক আগ্রহ। তবে আপনারা জানেন কি সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা গাঙ্গুলীর সম্পর্কে? আজকের এই বিশেষ প্রতিবেদনে সৌরভ গাঙ্গুলীর জীবনের কিছু ব্যক্তিগত দিক নিয়েই আমরা বিশদে আলোচনা করতে চলেছি। তাই যদি আপনি সৌরভ গাঙ্গুলীর একজন ভক্ত হয়ে থাকেন এবং এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে নিতে ভুলবেন না ।

Sourav Ganguly : জানেন কি সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা কি চাকরি করেন? রইল বিশেষ প্রতিবেদন!
Sana Ganguly

প্রসঙ্গত কিছুদিন আগেই অর্থনীতিতে গ্রাজুয়েট হয়েছেন সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলী। তাঁর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় লন্ডনে গিয়েছিলেন। জানা যাচ্ছে বর্তমানে অভিজ্ঞতা অর্জনের জন্যই লন্ডনে একটি সংস্থায় চাকরি করছেন সানা। একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সংস্থায় কর্মরত রয়েছেন ‘দাদা’র মেয়ে।তবে সৌরভ আরও জানিয়েছেন, সানা এর পর মাস্টার্স করবেন। তাই এই চাকরিটা সানা করছেন নেহাতই অভিজ্ঞতা অর্জনের জন্য। যদিও এই ঘটনায় যে বেশ অবাক হয়েছেন সৌরভ তা জানাতেও তিনি ভোলেননি।

আরও পড়ুন- Durga Puja Fashion: অবাক কান্ড,কৌটোর ভিতরেই বিক্রি হচ্ছে টি শার্ট.. কিনতে গিয়ে রীতিমত চক্ষুচড়কগাছ ক্রেতাদের

পাঠক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, সানা গাঙ্গুলী কলকাতার লরেটো হাউস স্কুল থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন।ICSE বোর্ডে ক্লাস টুয়েলভে সানা ৯৮ শতাংশ মার্কস পেয়েছিলেন। এর পরই তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে গ্র্যাজুয়েশনের সুযোগ পান। সম্প্রতি তার এই গ্রাজুয়েশন ডিগ্রি শেষ হওয়া মাত্রই চাকরিতে যোগদান করেছেন সৌরভ কন্যা।সানার জন্য মাঝে মধ্যেই লন্ডনে গিয়ে থাকেন ডোনা ও সৌরভ। সানা স্নাতক হওয়ায় বেহালার বীরেন রায় রোডে মঙ্গলচণ্ডী ভবনেও খুশির হাওয়া। বিশ্বকাপের সিজনে সব মিলিয়ে যে দারুন আবহাওয়া চলছে গাঙ্গুলি পরিবারে তাতে সন্দেহ নেই।। কেমন লাগলো এই প্রতিবেদন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আরও পড়ুন- Job Update : এবার থেকে মাধ্যমিক পাশেই পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের চাকরি, ৯ হাজার RPF নেবে রেল!