Durga Puja Fashion: অবাক কান্ড,কৌটোর ভিতরেই বিক্রি হচ্ছে টি শার্ট.. কিনতে গিয়ে রীতিমত চক্ষুচড়কগাছ ক্রেতাদের

Durga Puja Fashion: প্লাস্টিক কিংবা কাগজের থলি নয়, এবার থেকে টি-শার্টের সঙ্গে পাবেন প্লাস্টিকের কৌটো, জেনে নিন এই বিশেষ প্রতিবেদন!

1
174
Durga Puja Fashion: অবাক কান্ড,কৌটোর ভিতরেই বিক্রি হচ্ছে টি শার্ট.. কিনতে গিয়ে রীতিমত চক্ষুচড়কগাছ ক্রেতাদের
Durga Puja Fashion: অবাক কান্ড,কৌটোর ভিতরেই বিক্রি হচ্ছে টি শার্ট.. কিনতে গিয়ে রীতিমত চক্ষুচড়কগাছ ক্রেতাদের

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে প্রতিনিয়তই কিছু না কিছু নতুন জিনিস দেখা যায়। ছোট থেকে বড় বহু ঘটনা রয়েছে যা মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে এখানে। ঠিক তেমনি একটি দারুণ বিষয় আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরতে চলেছি। আর মাত্র কিছু সময়ের অপেক্ষার পরেই শুরু হয়ে যাবে বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই বাংলার প্রতিটি শহরের প্রতিটি দোকানেই চলছে জমিয়ে কেনাকাটা। তবে উত্তর দিনাজপুরের বাজারে দেখা গেল একেবারে অবাক করা একটি ঘটনা। কথাতেই রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। যার মধ্যে সবথেকে বড় উৎসব হলো এই দুর্গাপুজো। বহু মানুষ এই সময়ে নানান ধরনের কেনাকাটা করে থাকেন এবং জামা কাপড় কিনে থাকেন।। উত্তর দিনাজপুর ও তার ব্যতিক্রম নয়।

উত্তর দিনাজপুরের বাজারে অনেক দোকানেই ক্রেতাদের টানতে চলতি বছরে বেশ নতুন ভাবনা নিয়ে আসা হয়েছে। আজকাল ছেলে থেকে মেয়ে সকলের মধ্যেই টি-শার্ট পরার পন্থা প্রচলিত রয়েছে। আর সেই ভাবনাকে মাথায় রেখেই ব্যবসাদাররা করেছেন এক অভিনব উদ্যোগ।প্লাস্টিক কিংবা কাগজের থলি নয়। নিজের পছন্দমত টি শার্ট মিলছে এবার কৌটো করে। কি অবাক হলেন তো? তবে অবাক করার মতন হলেও এটি একেবারে সত্যি। মাত্র ৩০০ টাকায় পুরুষদের টি শার্ট এর সঙ্গে এবার মিলছে একটি কৌটো।

Durga Puja Fashion: অবাক কান্ড,কৌটোর ভিতরেই বিক্রি হচ্ছে টি শার্ট.. কিনতে গিয়ে রীতিমত চক্ষুচড়কগাছ ক্রেতাদের
Durga Puja Fashion

আরও পড়ুন- ইশার জামদানি, মিমির অর্গাঞ্জা, না কি পাওলির ঝুমকো? এবার পুজোয় ঠিক কার মতন নিজেকে দেখাতে চান আপনারা?

পুজোয় প্রতিবারের মতন এবারেও ট্রেন্ডিং ফ্যাশন হিসেবে কিন্তু টি-শার্টের চাহিদা রয়েছে ব্যাপক রকমের। সাধারণত যে কোন দোকানেই আপনারা যখন এই টি-শার্ট কিনতে যাবেন তখন কোন রকমের প্লাস্টিক বা কাপড়ের থলিতে তা আপনার হাতে তুলে দেওয়া হবে।। তবে উত্তর দিনাজপুরের বাজারে গেলে চোখে পড়বে একেবারে ব্যতিক্রমী ঘটনা। এখানে থলির বদলে আপনার হাতে আসবে টি-শার্টের সঙ্গে প্লাস্টিকের কৌটো।বিশিষ্ট কাপড় ব্যবসায়ী নবীন প্রসাদ এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে জানান, “ক্রেতাদের টানতে এবার অভিনব ভাবনা। আগে যেখানে কাগজ কিংবা প্লাস্টিকের থলিতে দেওয়া হত।

এবার তার পরিবর্তে জিনিস রাখার কৌটোতে এই টি শার্ট গুলো বিক্রি করা হচ্ছে। যাতে কৌটো গুলো বাড়িতে কাজে লাগে। ফেলে দিতে না হয়”। ব্যবসাদারদের এই উদ্যোগে ক্রেতারাও যে বেশ খুশি হয়েছেন তা বোঝাই যাচ্ছে। পুজো উপলক্ষে কেনাকাটা করতে আসা এক ক্রেতা জানিয়েছেন, “এবার পুজোয় বেশ আকর্ষণীয় এই টি শার্ট। কৌটো সমেত এই টি-শার্ট দেখলে বাড়ির গিন্নিরা এমনিতেই খুশি হয়ে যাবে”। অর্থাৎ সবদিক মিলিয়ে বোঝাই যাচ্ছে যে আসন্ন পুজোয় বেশ জমকালোভাবেই বাজার করতে চলেছে এই কৌটো-সমেত টি শার্ট। এ ধরনের আরো প্রতিবেদন সম্পর্কে জানতে আমাদের পাতায় নজর রাখতে থাকুন।

আরও পড়ুন- Ananya Panday: ছোটবেলা থেকেই বিজ্ঞাপনের অনুশীলন করতেন তিনি, দেখুনতো চিনতে পারেন নাকি এই জনপ্রিয় বলিউড নায়িকাকে!