ইশার জামদানি, মিমির অর্গাঞ্জা, না কি পাওলির ঝুমকো? এবার পুজোয় ঠিক কার মতন নিজেকে দেখাতে চান আপনারা?

আসন্ন পুজো উপলক্ষে ঠিক কোন ধরনের লুকে মানাবে আপনাদের? জেনে নিন টলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের ফ্যাশন থেকে!

0
179
ইশার জামদানি, মিমির অর্গাঞ্জা, না কি পাওলির ঝুমকো? এবার পুজোয় ঠিক কার মতন নিজেকে দেখাতে চান আপনারা?
ইশার জামদানি, মিমির অর্গাঞ্জা, না কি পাওলির ঝুমকো? এবার পুজোয় ঠিক কার মতন নিজেকে দেখাতে চান আপনারা?

গতকাল পেরিয়ে গিয়েছে মহালয়া। তাই স্বাভাবিকভাবেই চারদিকে পুজোর আমেজ রয়েছে তুঙ্গে। একটা সময়ে ষষ্ঠী-সপ্তমী থেকে পুজো শুরু হলেও বর্তমানে কিন্তু মহালয়া থেকেই বহু মানুষ রয়েছেন যারা ঠাকুর দেখতে বেরিয়ে যান। আর ঠাকুর দেখতে বেরিয়ে সাজগোজ আর হৈচৈ হবে না এমনটা তো হতে পারে না? দীর্ঘ সময় ধরেই তাই নতুন জামা কাপড় কেনাকাটার পাশাপাশি কোন জামার সঙ্গে কি ধরনের সাজ সাজলে নজর শুধুমাত্র নিজের দিকেই আটকে থাকবে তা নিয়ে চিন্তায় অনেকে! যদি আপনিও এমন মহিলাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ে নিন। দেখুন তো আপনার সমস্যার সমাধান হয় কিনা?

• মিমি চক্রবর্তী স্পেশাল লুক:


যদি আপনি পুজোয় মিমি চক্রবর্তী স্পেশাল লুক ফলো করতে চান তাহলে কিন্তু নিশ্চিন্তে এগিয়ে আসতে পারেন।অরগ্যাঞ্জা শাড়ির সঙ্গে স্টাইল করতে পারেন একটা ডিপ নেক নুড্ল স্ট্র্যাপ ব্লাউজ়। সোনালি রঙের শাড়িতে মিমি যেন অপরূপা। এর সঙ্গে সাধারণ স্টেটমেন্ট কানের দুল এবং হালকা মেকআপ কিন্তু যথেষ্ট।মেকআপ হবে গ্লসি অথচ হালকা। ব্রাউন আইশ্যাডো, ন্যুড শেডের লিপস্টিক দিয়েই সেরে ফেলুন সাজ। হেয়ার স্টাইল আপনারা ইচ্ছে মতো করতে পারেন তবে চুল খোলা রাখলেই কিন্তু এর সঙ্গে বেশি মানাবে। মিমির এই সাজে খুব বেশি জমকালো ভাব না থাকলেও পুজোর বিশেষ দিনগুলোতে কিন্তু আপনাদের এই সাজ একটা দারুণ লুক এনে দেবে।

আরও পড়ুন- Ananya Panday: ছোটবেলা থেকেই বিজ্ঞাপনের অনুশীলন করতেন তিনি, দেখুনতো চিনতে পারেন নাকি এই জনপ্রিয় বলিউড নায়িকাকে!

• ইশা সাহা স্পেশাল লুক:

 

View this post on Instagram

 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)


পুজোতে কিন্তু আপনারা চাইলে ইশা সাহার ফ্যাশনও ফলো করতে পারেন। ফ্যাশনের দিক থেকে এই নায়িকার সেন্স কতটা এগিয়ে তা হয়তো আর আপনাদের আলাদা করে বলতে হবে না! সম্প্রতি কয়েকদিন আগেই লাল রঙের বেনারসির সঙ্গে ডিপ নেক কাট ব্লাউজে নজর কেড়েছিলেন ইশা। তবে এবার একেবারে অন্য ধরনের লুকে সেজে উঠলেন তিনি।সাদা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে ইশা স্টাইল করেছেন সাদা ডিপ ভি কাটের ফুল হাতা ব্লাউজ় দিয়ে। কানে বড় অক্সিডাইজ়ড ঝুমকো আর হাতে বড় স্টেটমেন্ট আংটি। এই সাজের সঙ্গে আপনারা খোলা চুল রাখতে পারেন তবে অভিনেত্রী বেধেছেন খোঁপা।সাদা শাড়ির সঙ্গে ইশা পরেছেন লাল টিপ আর লাল লিপস্টিক। ছিমছাম সাজ এবং খোপায় ফুলের কাজে ইশা হয়ে উঠেছে একেবারে অনন্যা। সপ্তমী অথবা নবমীর দিনে এই লুক কিন্তু আপনাদের দারুন মানাবে।

আরও পড়ুন- Ishaa Saha: ডিপনেক ব্লাউজ-লাল শাড়িতে লাস্যময়ী অবতারে ইশা, মুহূর্তেই ভাইরাল হল নায়িকার ছবি!

• পাওলি দাম স্পেশাল লুক:

 

View this post on Instagram

 

A post shared by Paoli Dam (@paoli_dam)


টলিউড ইন্ডাস্ট্রির এই সাহসী অভিনেত্রীর ফ্যাশন সেন্সও কিন্তু আপনারা পূজোয় কাজে লাগাতে পারেন।। কোনরকম ট্রেন্ডি শাড়ি নয় সাবেকি হ্যান্ডলুম শাড়িতে নিজেকে সাজিয়েছেন পাওলি।নীল রঙের হ্যান্ডলুম শাড়ির সঙ্গে পাওলি পরেছেন একটা চেক টপ। ব্লাউজ়ের বদলে টপ কিংবা ক্রপটপ পরেই হয়ে উঠতে পারেন অনন্যা। পাওলির সাজে নজর কেড়েছে তাঁর সাদা স্নিকার্স। ছোট টিপ, হালকা মেকআপ, খোলা চুলেই পাওলি যেন অপরূপা। একটু আলাদা ধরনের লুক আনতে চাইলে এবং ট্রেন্ডের বাইরে বেরোতে চাইলে আপনারা কিন্তু নিঃসন্দেহে পাওলি দামের এই ফ্যাশন ফলো করতে পারেন।

আরও পড়ুন- ডিসেম্বরে হতে চলেছে দারুন ধামাল, স্ত্রী ক্যাটের প্রাক্তন রণবীরের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন ভিকি কৌশল..