টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে তাদের প্রথম ছবি কিন্তু ব্যাপক সফল হয়েছিল। শিরোনাম দেখেই আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে আমরা কাদের কথা বলছি! টেলি দুনিয়ার পরিচিত মুখ বনি এবং কৌশানির কথা আমরা এই প্রতিবেদনে বলতে চলেছি। সম্প্রতি কিছু সময় আগেই প্রযোজনায় এসেছেন এই দুই তারকা।বনি-কৌশানি প্রযোজিত প্রথম ছবি ‘ডাল-বাটি চুরমা’। যেটা বক্স অফিসে বিশেষ ব্যবসা করতে পারেনি বলেই নাকি তাঁরা আর প্রযোজনা করবেন না এমনটাও শোনা গিয়েছিল। তবে সে কথা যে একেবারেই ভুল তা জানিয়ে দিয়েছেন দুই তারকাই।
প্রসঙ্গত উল্লেখ্য, এক সাক্ষাৎকারে বনি নিজেই জানিয়েছিলেন,“১০ বছর ধরে কাজ করছি টাইপকাস্ট হয়ে গিয়েছি। লোকেরা মনে করেন, নির্দিষ্ট ঘরনার বাইরে আমি অভিনয় করতে পারব না। সুযোগ না পেলে নিজেকে প্রমাণ করব কীভাবে!বাংলার প্রযোজকরা ঝুঁকি নিতে ভয় পান। শিল্পী হিসাবে নিজেকে প্রমাণ করতে হলে আগে প্রযোজক হতে হবে। সকলেই তাই নিজেদের প্রযোজনা সংস্থা খুলছে, আর সেকারণেই আমাদেরও প্রযোজনায় আসা”।
আরও পড়ুন- Bollywood Update : ঘটনাচক্রেই টাইগার হয়েছিলেন সলমান খান, কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কে?
রাজ চক্রবর্তীর প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন বনি। বলেন, ‘রাজনৈতিক দলবদল করায় আমার সঙ্গে রাজদার সম্পর্কের অবনতি হয়, তবে সেটা আবার ঠিক হয়ে গিয়েছে। এই তো সেদিনই রাজদার অফিসে ঘুরে এলাম।’ অন্যদিকে কৌশানিকে যখন পরিচালক রাজ চক্রবর্তী সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় সেই কথারও বনির মতো করেই স্পষ্ট জবাব দিয়েছেন নায়িকা।বলেন,“এই গুঞ্জন পারব না আমি ছাড়তে তোকে-র সময় থেকেই ছিল। সম্প্রতি আবার প্রলয়ের সাকসেস পার্টিতে রাজদার সঙ্গে নেচছি বলে আবার রটেছে। সাকসেস পার্টিতে নাচব না!” শুভশ্রীর সঙ্গে সম্পর্কের তিক্ততা প্রসঙ্গে কৌশানি বলেন, ‘একেবারেই ভুল কথা, সাকসেস পার্টিতে শুভশ্রীকে নাচতে বলিনি, কারণ ও অন্তঃসত্ত্বা,আমি কিন্তু সিরিজের প্রচারেও বলেছি, শুভশ্রীর মতো আরও অনেক অভিনেত্রী এগিয়ে আসুক’।
জানিয়ে রাখি,অভিনেতা বনি সেনগুপ্তের কেরিয়ার শুরু হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে। ২০১৪ সালে ‘বরবাদ’ ছবির হাত ধরে পথ চলা শুরু হয় বনির। ২০১৫-তে ফের রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিতে দেখা যায় বনি সেনগুপ্তকে। সেই ছবিতে বনির নায়িকা কৌশানি মুখোপাধ্যায়। সেটাই আবার কৌশানির প্রথম ছবি। এরপরেই দুজনের প্রেম সম্পর্কে আবদ্ধ হন।বনি সেনগুপ্ত জানান, ‘রাজদার অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। প্রেম ধীরে ধীরে শ্যুটিং করতে করতে শুরু হয়েছিল। যখন বুঝলাম যে ওকে আমি মিস করছি। বুঝতে পারি এটা ফ্রেন্ডশিপের থেকে বেশিকিছু।’রায়চকে শ্যুটিং করতে গিয়ে বনিকে প্রথম প্রেমনিবেদন করেন বনি (সেনগুপ্ত), না বলেননি কৌশানিও (মুখার্জি)।