সহজেই প্রেমিকার মন জয় করতে এবং ঘনিষ্ঠ হতে চাইলে ট্রাই করে দেখুন এই বিশেষ কয়েকটি উপায়, ১০০% ফলাফল পাবেন

প্রেমিকার মন জয় করার পাশাপাশি দ্রুত তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চান..১০০% কাজ করবে এই উপায় গুলি, ভুলেও মিস করবেন না আজকের এই বিশেষ প্রতিবেদন!

0
185
সহজেই প্রেমিকার মন জয় করতে এবং ঘনিষ্ঠ হতে চাইলে ট্রাই করে দেখুন এই বিশেষ কয়েকটি উপায়, ১০০% ফলাফল পাবেন
সহজেই প্রেমিকার মন জয় করতে এবং ঘনিষ্ঠ হতে চাইলে ট্রাই করে দেখুন এই বিশেষ কয়েকটি উপায়, ১০০% ফলাফল পাবেন

যদি আপনি আপনার বিশেষ বন্ধু বা প্রেমিকাটির মন জয় করতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু বিশেষ দিকে খেয়াল রাখতে হবে। সততা এবং বিশ্বাস বজায় রাখার পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে যেগুলো নারীদের মন জয় করার জন্য খুবই প্রয়োজনীয়। সঠিক সময়ে যদি আপনারা এই দিকগুলোর যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনার সঙ্গী আপনাকে কখনোই ছেড়ে যাবে না এবং আপনার সম্পর্ক হয়ে উঠবে গভীর এবং মজবুত। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক।

সহজেই প্রেমিকার মন জয় করতে এবং ঘনিষ্ঠ হতে চাইলে ট্রাই করে দেখুন এই বিশেষ কয়েকটি উপায়, ১০০% ফলাফল পাবেন

1সৌজন্যবোধ প্রকাশ করুন:

যে কোন মেয়ে চায় তার সঙ্গী বা পার্টনার তার জন্য গাড়ির দরজা খুলে দিক অথবা তার জন্য ফুলের মত উপহার নিয়ে আসুক। নিজের সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু আপনার সঙ্গীকে অবশ্যই সৌন্দর্যবোধ দেখাতে ভুলবেন না। এই ছোটখাটো ব্যাপারগুলি কিন্তু একটা সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসা ধরে রাখতে এবং সেটাকে গভীর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপনার প্রেমিকার বিশ্বাস অর্জন করতে চাইলে এবং তার থেকে ভালোবাসা পেতে চাইলে আপনাকেও এই কাজগুলো অবশ্যই করতে হবে।

2বন্ধু হতে শিখুন:

নিজের সম্পর্ককে কখনোই প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন না বরং আপনার প্রেমিকার সব থেকে বিশ্বস্ত বন্ধু হতে শিখুন। এতে কখনোই আপনাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটবে না এবং একে অপরের প্রতি সঠিক ভালোবাসা ও ধরে থাকবে।কেউই গোমড়ামুখো পার্টনার একেবারেই পছন্দ করে না। এই কারণে, আপনার প্রেমিকার মন জেতার জন্যে তার মনের হদিশ রাখুন। সে কি করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, রাগ করলে কি করে কিংবা তার ছোটোখাটো পছন্দ-অপছন্দের বিষয়ে খোঁজ রাখুন। মনে রাখবেন এক জনপ্রিয় বলিউড সিনেমায় কিন্তু বলিউডের বাদশাহ শাহরুখ খান বলেছিলেন ,“প্যায়ার দোস্তি হ্যা”।

আরও পড়ুন- আপনিও কি নিজের সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন? তাহলে জেনে নিন সম্পর্ক ভালো রাখার সেরা কয়েকটি উপায়

3চোখে চোখ রেখে কথা বলুন:

চোখে চোখ রেখে কথা বলার এই বিষয়টি কেও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। মেয়েদের মন জয় করার সবথেকে সহজ উপায়ের মধ্যে রয়েছে এই বিষয়টি।আপনার প্রিয় নারীটার চোখে চোখ রেখে, মুখে হাসি নিয়ে কথা বলুন। তবে, এমনভাবেও হাসবেন না, যাতে আপনাকে ক্যাবলার মতো দেখতে লাগে। কিন্তু, চোখের দিকে তাকিয়ে, মিষ্টি হেসে আপনার সামনে থাকা মানুষটিকে বুঝিয়ে দিন যে, আপনি তার ব্যাপারে কতটা যত্নশীল। দেখবেন আপনার প্রেমিকা আপনার প্রেমে পড়তে বাধ্য থাকবে।

4নিরপেক্ষভাবে প্রশংসা করতে শিখুন:

আপনার প্রিয় জন অথবা এই প্রেমিকার যদি আপনি নিরপেক্ষভাবে প্রশংসা করতে পারেন দেখবেন খুব সহজেই সে আপনার ভক্ত হয়ে গিয়েছে।আপনাকে জেনুইনভাবে তার প্রশংসা করতে হবে। আপনি যদি সত্যিই তার পোশাক বা মেকআপ পছন্দ করেন, তবেই কিন্তু প্রশংসা করুন, নাহলে এড়িয়ে যান। এতে না হলে, তার হাসি কিংবা তার চোখের প্রশংসাও করতে পারেন।

আরও পড়ুন- আপনার পার্টনার আপনাকে কতটা পছন্দ করে? জেনে নিন তার মনের সমস্ত কথা!

5মন দিয়ে প্রেমিকার কথা শুনুন:

সম্পর্কের গভীরতা ধরে রাখতে চাইলে এই কাজটা কিন্তু আপনাকে বিশেষভাবে করতে হবে।আপনি যে নারীর প্রতি আগ্রহী ও আপনি যাকে আকৃষ্ট করতে চান, প্রথমে তার সমস্ত কথা মন দিয়ে শুনুন। তাকে প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে বোঝান যে, আপনি তার সাথে কথোপকথনে আগ্রহী। আপনার প্রেমিকার আগ্রহ আছে এমন বিষয়ে যদি আপনি নিরুৎসাহ রূপ ধারণ করেন তাহলে কিন্তু সে আপনার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়বে.

6তাকে স্পেশাল অনুভব করান:

আপনি যখন আপনার প্রেমিকাকে স্পেশাল ফীল করাতে শিখে যাবেন, তখন ইতিমধ্যেই ধরে নিন আপনি তাকে অর্জন করে ফেলেছেন। আপনার বিশেষ নারীটিকে স্পেশাল ফীল করানোর জন্যে আপনাকে পৃথিবীর বিশাল ধনী ব্যক্তি হতে হবে না। এর জন্যে আপনাকে তার প্রতি একটু মনোযোগী ও যত্নশীল হতে হবে। ধরুন, আপনার প্রেমিকা একটা হার্ড ওয়ার্কিং ডের থেকে খুব টায়ার্ড হয়ে বাড়ি ফিরলো, তো আপনি তার জন্যে তার প্রিয় মিল অর্ডার করে দিলেন কিংবা গ্রোসারি শপিং-এর সময় তার গ্রোসারি ব্যাগটা বয়ে দিলেন। মনে রাখবেন সব সময় কিন্তু মানুষের মন জয় করার জন্য বড় অংকের টাকার প্রয়োজন হয় না, কিছু কিছু সময়ে ছোট ছোট বিষয়গুলো ভালোবাসা গভীর করতে দারুন ভাবে কার্যকরী হয়ে ওঠে।

7আত্মবিশ্বাস বজায় রাখুন:

আপনার প্রিয় নারী বা প্রেমিকার সঙ্গে যখনই কথা বলবেন, চেষ্টা করবেন আত্মবিশ্বাসের সাথে বলার। কারণ, সকলেই আত্মবিশ্বাসী মানুষকে ভালোবাসে, বিশেষ করে নারীরা। তবে আত্মবিশ্বাসী হতে গিয়ে এমন কোন কথা বলে ফেলবেন না যাতে পরে পস্তাতে হয় অথবা সেই কথার কোন দাম না থাকে।

আরও পড়ুন- একবার সহবাসের আগে আদা খেয়ে দেখুন, নিমেষেই বুঝতে পারবেন এর দুর্দান্ত কার্যকরী ফলাফল!

8সম্মান করতে শিখুন:

শুধুমাত্র উপহার বা সময় দিলেই হবে না আপনাকে প্রিয় নারীকে সম্মান দিয়েও আগলে রাখতে হবে।শুধুমাত্র প্রেমিকার সাথেই নয়, বরং চেষ্টা করুন সকলেই সাথেই সম্মানের সাথে আচরণ করতে। কারণ, যদি সে আপনাকে অন্যদের সাথে খারাপ আচরণ করতে দেখে, তাহলে সে আপনার সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করতে পারে। কোন কারনে প্রেমিকার মন খারাপ থাকলে বা সে ভেঙে পড়লে তাকে সাহস যোগান এবং ভালোভাবে বুঝিয়ে কথা বলুন যে আপনি তার পাশে আছেন।

9সম্মতি নিয়ে তবেই স্পর্শ করবেন:

গবেষণায় প্রমাণিত হয়েছে যে, কৌশলগত স্পর্শ প্রাপ্তবয়স্কদের রোমান্টিক সম্পর্ককে আরও গাঢ় করে তোলে। আপনার প্রেমিকার মন জয় করার জন্যে, তাকে কীভাবে, কখন ও কোথায় স্পর্শ করলে সে খুশি হবে, তা জানতে শিখুন। তবে সব সময় যে কামনা ঘুরে আপনাকে নিজের প্রেমিকাকে স্পর্শ করতে হবে এমনটা কিন্তু ভুলেও করবেন না। মনে রাখবেন স্নেহের স্পর্শ এবং মমতার স্পর্শেও কিন্তু মেয়েরা আত্মসমর্পণ করে। তাই ভালোবাসা ধরে রাখতে চাইলে এই বিষয়টির উপরেও আপনাকে খেয়াল রাখতে হবে।