টাটা, হুন্ডাইরা পারে,মারুতি কেন পারে না 5 স্টার সেফটির গাড়ি বানাতে? কি বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন!

5 স্টার সেফটির গাড়ি বানাতে কেন পিছিয়ে রয়েছে মারুতি? কি বলছেন বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে?ভারতীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে মাহিন্দ্রা এবং টাটা মোটরস এই তালিকায় জায়গা করে নিলেও, ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা মারুতি সুজুকি কেন তা করতে পারে না? চলুন জেনে নেওয়া যাক।

0
147
টাটা, হুন্ডাইরা পারে,মারুতি কেন পারে না 5 স্টার সেফটির গাড়ি বানাতে? কি বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন!
টাটা, হুন্ডাইরা পারে,মারুতি কেন পারে না 5 স্টার সেফটির গাড়ি বানাতে? কি বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন!

গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখেই বরাবর থেকে গাড়ি তৈরি করে আসছে মারুতি সুজুকি। কিন্তু গাড়ির সেফটির দিক থেকে বহু গুনে পিছিয়ে রয়েছে এই সংস্থা। কেন সুরক্ষার দিক থেকে এগোতে পারছে না তারা? একাধিক জনপ্রিয় মডেল বাজারে নিয়ে আসলেও কেন সুরক্ষা নিয়ে ভাবনা চিন্তা করছে না মারুতি ? এই সংস্থার আইকনিক Alto-এর কথা বলুন, কিংবা বর্তমানে চর্চায় থাকে Baleno, Jimny, Fronx, Brezza এর কথা বলুন! এখনও পর্যন্ত কোম্পানির কোনও গাড়ি সুরক্ষাতে 5 স্টার রেটিং পেতে পারেনি। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।

Read More: Top 7 Bikes : বাইক বা স্কুটার কিনতে আগ্রহী রয়েছেন? উৎসবের মরশুমে কোনটা কিনলে লাভে থাকবেন? জেনে নিন আজকের প্রতিবেদন!

maruti suzuki এর যে সমস্ত গাড়ি গুলি সুরক্ষার দিক থেকে একটু এগিয়ে রয়েছে তার মধ্যে Maruti Suzuki Brezza এর কথা বলা যায়।Global NCAP-এ সবথেকে বেশি সেফটি রেটিং পেয়েছে সেটি হল Maruti Suzuki Brezza (4 স্টার)। তারপর রয়েছে Maruti Ertiga (3 স্টার)। Maruti Swift, Maruti WagonR এই সমস্ত গাড়ি 2 স্টার করে রেটিং পেয়েছে। তবে এই সংস্থার এমন কিছু গাড়ি রয়েছে যাদের কিন্তু সুরক্ষার দিক থেকে কোন রকমের রেটিং নেই।যেমন S-Presso, Eeco, Alto প্রভৃতি। প্রসঙ্গত উল্লেখ্য মারুতি সুজুকির 4 স্টার পাওয়া গাড়ির দাম 8.29 লাখ টাকা (এক্স-শোরুম)। টাটা মোটরসের 5 স্টার সুরক্ষা যুক্ত গাড়ি Tata Punch এর দাম 6 লাখ টাকা থেকে শুরু। অন্যদিকে Hyundai Verna (5 স্টার) গাড়ির দাম 10.96 লাখ টাকা। Mahindra XUV300 (5 স্টার) গাড়ির দাম 7.99 লাখ টাকা।

Read More: Yamaha Bikes : লঞ্চ হচ্ছে ইয়ামাহার লিজেন্ডারি মোটরসাইকেল আরএক্স ১০০ মডেল, জেনে নিন দাম এবং ফিচারস সহ অন্যান্য বিস্তারিত তথ্য

জানিয়ে রাখি,ভারতীয় গাড়ি গ্রাহকেরা গাড়ি কেনার সময় এখন শুধু আর গাড়ির লুক বা তার ফিচার দেখে সন্তুষ্ট হচ্ছেন না। গাড়ির মজুবুতি সম্পর্কেও এখন গ্রাহকেরা যথেষ্ট সচেতন। সেফটির ব্যাপারটি গাড়ি শিল্পে ক্রমেই অগ্রণী হয়ে উঠছে। সতর্ক হচ্ছেন সাধারণ মানুষ। এর অন্যতম কারণ হল, Global NCAP দেশজুড়ে #SaferCarsForIndia-র প্রচার চালাচ্ছে।Global NCAP এর সাম্প্রতিক তালিকা অনুযায়ী বর্তমানে ভারতের সবথেকে সুরক্ষিত গাড়িগুলির মধ্যে রয়েছে Volkswagen Virtus,Skoda Slavia,Hyundai Verna,Skoda Kushaq,Mahindra XUV700,Tata Punch (4),Mahindra XUV300, Mahindra Scorpio-N এবং Tata Altroz।