সোশ্যাল মিডিয়ায় নানান রকমের অদ্ভুতুড়ে দৃশ্য ভাইরাল হতে থাকে যা দেখে মাঝেসাজে অবাক হয়ে যান সকল দর্শক। বর্তমান সময়ে আমাদের কাছে এই নেট মাধ্যম ঠিক কতটা জনপ্রিয় তা হয়তো আর আপনাকে আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন নেই। শিশু থেকে বয়স্ক সবাই এখন এই নেট দুনিয়ার বাসিন্দা হয়ে পড়েছেন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার মুহূর্ত পর্যন্ত সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে আমাদের নিত্য সঙ্গী। এই অবস্থায় এই নেট দুনিয়ায় ভাইরাল হলো এমন একটি ছবি যা দেখে রীতিমতন ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন সকলে। নিশ্চয়ই আপনারাও ভাবছেন এমন কি রয়েছে তাতে? এই প্রতিবেদনে সোশ্যাল মিডিয়ার ভাইরাল এমন এক বালিকার কথা আমরা বলবো যার হাতে টিভির রিমোট নিয়ে সোফায় বসে, খাটে শুয়ে বা মেঝেতে বসে টিভি দেখে না। তার ভাল লাগে সিলিং থেকে টিভি দেখতে। কি শুনে অবাক হলেন তো?
Read More: Viral Video : ‘তোমাকে দোকান থেকে কিনে এনেছি’! মালিকের কথা শুনে ছল ছল হল পোষ্যের চোখ
হ্যাঁ, এটাই সত্যি।হাতে টিভির রিমোট নিয়ে এই বালিকা তরতর করে চড়ে যায় দেওয়াল বেয়ে।সামান্য সময়ের মধ্যেই পৌঁছে যায় সিলিংয়ে। তারপর সেখানে দেওয়ালের সঙ্গে লেপ্টে থেকে দিব্যি রিমোট ঘুরিয়ে পছন্দের চ্যানেল দেখে।দেওয়াল পেলে সে তা বেয়ে উপরে চড়ে যেতে বেশ স্বচ্ছন্দ বোধ করে। মজাও পায়। তার ভালও লাগে। এমনিতে কিন্তু তার জীবনযাপনে কোনও অসংলগ্নতা নেই। তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে গিয়ে এই ধরনের কাজ সে কিভাবে করছে তা সত্যি আশ্চর্যকর বিষয়। সম্প্রতি কিছুদিন আগেই এই বালিকার ছবি চিনের সাউথ চায়না মর্নিং পোস্ট ইউটিউবে প্রকাশ করার পর বহু মানুষ তা দেখে ফেলেছেন। অনেকেই তাকে মাকড়সা বালিকা হিসেবে নাম দিয়েছেন কারণ তার সিলিংয়ে ওঠার প্রক্রিয়া অনেকটা মাকড়সার মতোই।
যদিও বহু মানুষ এই ভিডিওটি সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সেই সমস্ত মানুষদের দাবি, সম্পূর্ণ এডিট করে ভাইরাল করার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটতেই পারেনা। তবে আপাতদৃষ্টিতে এই ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন দর্শকগণ। আপনারাও চাইলে অবশ্যই প্রতিবেদনের সঙ্গে থাকা ছবি বা ভিডিওটি দেখে নিয়ে নিজেদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন। এই ধরনের আরো ভাইরাল খবরের আপডেট পেতে থাকলে নজর রাখতে থাকুন আমাদের প্রতিবেদনের পাতায়।