১২ বছর আগে অভিনয় শুরু, বলিপাড়া ছেড়ে হঠাৎ উধাও সইফের ছবির অভিনেত্রী পূজা গুপ্ত!

মডেলিং থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন পূজা গুপ্ত.. কিন্তু বেশ কিছু জনপ্রিয় তারকার সাথে অভিনয় করার পর আচমকাই উধাও হয়ে যান নায়িকা! জেনে নিন তার কারণ..

0
295
১২ বছর আগে অভিনয় শুরু, বলিপাড়া ছেড়ে হঠাৎ উধাও সইফের ছবির অভিনেত্রী পূজা গুপ্ত!
১২ বছর আগে অভিনয় শুরু, বলিপাড়া ছেড়ে হঠাৎ উধাও সইফের ছবির অভিনেত্রী পূজা গুপ্ত!

বলিউড থেকে শুরু করে টলিউড সব জায়গাতেই এমন বহু তারকাদের কথা আমরা জানতে বা শুনতে পাই যারা অল্প সময়ের জন্য প্রচারের আলোকে এসেও হারিয়ে যান। আজ আমরা এমনই এক অভিনেত্রীর সম্পর্কে আপনাদের জানাবো। এই অভিনেত্রীর নাম পূজা গুপ্ত। অন্যান্য বহু অভিনেত্রীদের মতো মডেলিং থেকে নিজেকে কেরিয়ার শুরু করেছিলেন এই নায়িকা। তবে অন্যান্য নায়িকাদের মত সফল হতে পারেননি তিনি.. বরং কয়েকটি ছবিতে অভিনয় করার পরেই হারিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই তার এই উধাও হয়ে যাওয়ার পেছনে কারণ কি? বহু নবাগত তারকার মতন তিনিও কি ইন্ডাস্ট্রিতে জায়গা পাননি?

১২ বছর আগে অভিনয় শুরু, বলিপাড়া ছেড়ে হঠাৎ উধাও সইফের ছবির অভিনেত্রী পূজা গুপ্ত!
পূজা গুপ্ত

২০১১ সালে রেমো ডি’সুজ়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ফালতু’। এই ছবির মাধ্যমেই অভিনয় জীবন শুরু করেছিলেন পূজা গুপ্তা।আরশাদ ওয়ারসি, রীতেশ দেশমুখ, চন্দন রায় সান্যাল, বোমান ইরানি এবং মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের সঙ্গে এই ছবিতে অভিনয় করেন পূজা। অর্থাৎ এক কথায় বেশ কয়েকজন
তাবড় তাবড় সেলিব্রিটিদের সঙ্গে ইন্ডাস্ট্রিতে হাতে খড়ি হয়েছিল অভিনেত্রীর। কিন্তু এরপর আর খুব বেশি ছবিতে কাজ করতে দেখা যায়নি তাকে।১৯৮৭ সালের ৩০ জানুয়ারি দিল্লিতে জন্ম পূজার। স্কুলে পড়ার সময় থেকেই পূজার মডেলিং এর প্রতি আগ্রহ প্রকাশ পেয়েছিল। তাই শেষমেষ সেই দিকেই ঝুকে পড়েন তিনি।

Read More: Bollywood Gossip: ছোটবেলা থেকেই তোতলা, করেছেন ফটোগ্রাফি থেকে শুরু করে ওয়েটারের চাকরি, বিক্রি করতেন চা, চেনেন এই অভিনেতাকে?

এমনকি ২০০৭ সাল নাগাদ জাতীয় স্তরের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এরপর ভারতের তরফে মেক্সিকোয় গিয়ে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পূজা। সেখানেও বিশ্বসুন্দরীদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেন তিনি। অর্থাৎ সবমিলিয়ে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করছিলেন এই মডেল অভিনেত্রী। মডেলিং এর বেশ সাফল্যের পরে ২০১১ সাল নাগাদ ফালতু ছবিতে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন পূজা। এরপর ২০১৩ সালে

রাজ-ডিকে জুটির পরিচালনায় প্রেক্ষাগৃহে পূজা অভিনীত ছবি‘গো গোয়া গন’। এই ছবিতে সইফ আলি খান, কুণাল খেমু এবং বীর দাসের সঙ্গে অভিনয় করেন পূজা। পূজা অভিনীত প্রথম ছবির মত এই দ্বিতীয় চলচ্চিত্রটিও ছিল কমেডি ঘরানার।২০১৩ সালেই আরও একটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান পূজা। সুশী গণেশন পরিচালিত এবং প্রযোজিত ক্রাইম-থ্রিলার ঘরানার ‘শর্টকাট রোমিয়ো’ ছবিতে নীল নীতিন মুকেশ এবং অমিশা পটেলের সঙ্গে অভিনয় করেন তিনি। এরপর আর প্রায় বছর দুয়েক সময় পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। তবে ২০১৫ সাল নাগাদ আবারও তার কাছে সুযোগ আসে।২০১৫ সালে বিশাল পাণ্ডের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হেট স্টোরি ৩’।

Read More: Bollywood : জুতো খুলে মা দুর্গার সামনে মাথা নত করলেন ক্যাটরিনা কাইফ, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা!

কর্ণ সিংহ গ্রোভার, শরমন জোশী, জ়ারিন খান, ডেজ়ি শাহ মুখ্যচরিত্রে অভিনয় করেন। এই ছবির একটি গানে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান পূজা। ব্যাস এখানেই তার কেরিয়ারের প্রায় ইতি ঘটে বলা চলে।২০১৯ সালে দীর্ঘকালীন প্রেমিক বরুণ তালুকদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পূজা। বরুণ পেশায় এক জন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। বিয়ের পর থেকেই নিজেকে অভিনয় জগত থেকে এক প্রকার দূরে সরিয়ে নিয়েছেন পূজা।২০২০ সালে বিক্রম ভট্ট এবং মিকা সিংহের প্রযোজনায় মুক্তি পায় ‘ডেঞ্জারাস’ নামের একটি ওয়েব সিরিজ়। এখানে বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের সঙ্গে একটি চরিত্রে দেখা যায় পূজাকে। তারপর থেকেই একেবারে উধাও হয়ে পড়েছেন নায়িকা। তবে বড়পর্দায় তার দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ার পাতায় কিন্তু বেশ সক্রিয় অভিনেত্রী। নানান রকম ছবি এবং ভিডিও শেয়ার করার মাধ্যমে দর্শকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন পূজা গুপ্ত।