Rohan Mehra : জনপ্রিয় বলিউড অভিনেতার ছেলে হওয়া সত্বেও বাদ যান অডিশন থেকেই, কি জানাচ্ছেন এই তারকা সন্তান?

Rohan Mehra : জনপ্রিয় বলিউড তারকার সন্তান, অথচ কাজ পান না, কেন?

1
212
Rohan Mehra : জনপ্রিয় বলিউড অভিনেতার ছেলে হওয়া সত্বেও বাদ যান অডিশন থেকেই, কি জানাচ্ছেন এই তারকা সন্তান?
Rohan Mehra : জনপ্রিয় বলিউড অভিনেতার ছেলে হওয়া সত্বেও বাদ যান অডিশন থেকেই, কি জানাচ্ছেন এই তারকা সন্তান?

সত্তরের দশকে একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন তার বাবা। একের পর এক সুপারহিট ছবিতে কাজ করেছিলেন বিনোদ মেহরা। কিন্তু বর্তমানে অডিশন থেকেই বাদ হয়ে যান তার পুত্র রোহন (Rohan Mehra)। কিন্তু কেন? দীর্ঘ সময় পর এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। জনপ্রিয় তারকা সন্তান হওয়ার পরেও কেন প্রচারে আসতে পারেন না তিনি এ প্রসঙ্গে কি জানালেন আসুন জেনে নেওয়া যাক। বরাবর থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে নেপোটিজম এর বদনাম রয়েছে। আলিয়া, রনবির থেকে শুরু করে সোনাম কাপুরসহ আরো অনেকের উপরেই এই দাগ লেগেছে। তবে এই তালিকায় কিন্তু নেই জনপ্রিয় অভিনেতা বিনোদ মেহেরার ছেলে রোহান মেহরা (Rohan Mehra)।

প্রসঙ্গত তার বাবা পঞ্চাশের দশক থেকেই শিশু শিল্পী হিসেবে অভিনয় করতেন। পরবর্তীতে নায়ক হিসেবেও জনপ্রিয়তা লাভ করেন তিনি (Rohan Mehra)। একের পর এক সুপারহিট ছবিতে বিভিন্ন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন বিনোদ। নিঃসন্দেহে তার এই পুরনো চলচ্চিত্র গুলি আজ ও আমাদের মনে ছাপ ফেলে রেখে যায়।১৯৯০ সালে ৪৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বিনোদ। বিনোদের মৃত্যুর ঠিক পরেই জন্ম হয় রোহনের (Rohan Mehra)। তবে কোনোভাবেই কিন্তু বিনোদ মেহেরার সন্তান হিসেবে প্রচারে আসেননি তিনি। বরং কোথাও যেন তার প্রচার অধরাই থেকে গিয়েছে। ২০১৮ সালের একটি চলচ্চিত্রের মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন রোহান। চলচ্চিত্রটির নাম ‘বাজার’.. সিনেমাটি বক্স অফিসে সাফল্য লাভ না করতে পারলেও রোহানের অভিনয় খুব একটা খারাপ ছিল না।

Rohan Mehra : জনপ্রিয় বলিউড অভিনেতার ছেলে হওয়া সত্বেও বাদ যান অডিশন থেকেই, কি জানাচ্ছেন এই তারকা সন্তান?
Rohan Mehra : জনপ্রিয় বলিউড অভিনেতার ছেলে হওয়া সত্বেও বাদ যান অডিশন থেকেই, কি জানাচ্ছেন এই তারকা সন্তান?

Read More: Soumitrisha Kundu : ‘মহালয়া করতে ভালো লাগে না, গত দু বছর ওরা জোর করে করিয়েছে…!’, বিতর্কিত মন্তব্য সৌমিতৃষার!

কিন্তু দুঃখের বিষয় এই যে এর পরে আর কোন অডিশনেই চান্স পাননি তারকা পুত্র (Rohan Mehra)। সব জায়গা থেকেই প্রথমে বাতিল হয়ে গিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তাকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তিনি জানান,“বলিউডে স্বজনপোষণ চললে আমার কাজের অভাব থাকত না। সব সময় ব্যস্ত থাকতাম। আমি এমন সময়ও কাটিয়েছি যখন প্রতি সপ্তাহে দুই থেকে তিন বার অডিশন দিতে যেতাম। কিন্তু অভিনয়ের সুযোগ পেতাম না কখনওই”। এই প্রসঙ্গে জানিয়ে রাখি জন্মের আগেই বাবাকে হারিয়েছেন রোহন।১৯৯১ সালের ৭ মে মুম্বইয়ে জন্ম রোহনের। বিনোদের মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর স্ত্রী। রোহনের জন্মের পর বিনোদের স্ত্রী তাঁর দুই সন্তানকে নিয়ে কেনিয়া চলে যান। দুনিয়াতে দাদুর বাড়িতেই থাকতেন তিনি এবং তার দিদি সনিয়া মেহরা।

কেনিয়ার নাগরিকত্বও পান রোহন। ব্রিটেনে গিয়ে অর্থনীতি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন তিনি। জানা যায় এরপর কেনিয়াতে বেশ কিছুদিন চাকরি করেছিলেন রোহান তবে শেষ পর্যন্ত ২০১২ সালে চাকরি ছেড়ে দিয়ে অভিনয়ের কাজে যোগদান করার জন্য মুম্বাই ফিরে আসেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি বাজিরাও মাস্তানিতে সঞ্জয় লীলা বানসালির সহকারী হিসেবে কাজ করেছিলেন। এরপর পরিচালক নিখিল আদবানীর সঙ্গে তার যোগাযোগ হয়, কিন্তু কোন অজানা কারণে তার ছবিতে কাজ করতে পারেননি তারকা পুত্র। এরপর ‘বাজার’ ছবি র সঙ্গে যুক্ত হন নিখিল ঠিক সেই সময় তার সঙ্গে যোগাযোগ করেন রোহান।সূত্রের খবর, ‘বাজার’ ছবিতে অভিনয়ের জন্য কোনও বড় মাপের তারকাকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন নিখিল। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করে রোহনকে সে ছবির প্রস্তাব দেন প্রযোজক।

Read More: Bollywood : জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমানের অনুকরণ করলেন জাহ্নবী কাপুর, পাল্টা উত্তর বর্ষীয়ান অভিনেত্রীর!

২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত এই ছবিতে এই ছবিতে সইফ আলি খান, রাধিকা আপ্তে এবং চিত্রাঙ্গদা সিংহের মতো বলি তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ পান রোহন। রোহনের মতন তার দিদিও সোনিয়া ও বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে আগ্রহী ছিলেন।২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিক্টোরিয়া নম্বর ২০৩’ ছবিতে প্রথম অভিনয় করেন সনিয়া।২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাগিনী এমএমএস’ ছবিতেও অভিনয় করতে দেখা যায় রোহনের দিদি সনিয়াকে। তবে কোথাও না কোথাও গিয়ে দুজনেই হয়তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে পিছিয়ে পড়েছেন। তিন বছরের বিরতির পর ২০২১ সালে ‘৪২০ আইপিসি’ ছবিতে অভিনয়ের সুযোগ পান রোহন। বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি মোবাইল সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এরপর চলতি বছর একটি ওয়েব সিরিজের অভিনয় করেছেন তারকা পুত্র। বিটউনের গুজব জনপ্রিয় অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছেন এই তারকা পুত্র রোহন মেহরা।