Tech News : সামান্য ব্যবহারেই ভীষণ গরম হয়ে উঠছে iPhone 15 Pro! আসল কারণ হিসেবে কি জানালো Apple?

Tech News : হাত দিলেই কেন তেতে গরম iPhone 15 Pro! কি জানাচ্ছে Apple?

0
157
Tech News : সামান্য ব্যবহারেই ভীষণ গরম হয়ে উঠছে iPhone 15 Pro! আসল কারণ হিসেবে কি জানালো Apple?
Tech News : সামান্য ব্যবহারেই ভীষণ গরম হয়ে উঠছে iPhone 15 Pro! আসল কারণ হিসেবে কি জানালো Apple?

সম্প্রতি কিছুদিন আগেই বাজারে লঞ্চ হয়েছে Apple এর নতুন সিরিজ Iphone 15 Pro। স্বাভাবিকভাবেই আইফোনের এই নতুন মডেল বাজারে আসার পরে ক্রেতাদের মধ্যে সেটি কেনার হিরিক পড়ে গিয়েছে। তবে সমস্যার ব্যাপার এই যে এই নতুন মডেলের কিন্তু একাধিক সমস্যার কথা জানাচ্ছেন গ্রাহকেরা। এর আগেও আমরা বেশ কিছু প্রতিবেদনে এ ব্যাপারে আলোচনা করেছি। সম্প্রতি আজও একটি সমস্যার কথা তুলে ধরতে চলেছি যা আইফোনের গ্রাহকেরা মুখোমুখি হচ্ছেন।কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, মাত্র কয়েক মিনিট ব্যবহার করলেই iPhone 15 প্রো মডেলগুলি গরম হয়ে যাচ্ছে। কিন্তু কেন? সামান্য ব্যবহারে ই ফোন এতটা গরম হয়ে যাওয়ার কারণ কি? যদিও সংস্থার তরফে এখনো অবধি বিশেষ কিছু জানানো হয়নি তবে একটি রিপোর্ট দাবি করছে যে,Android Type C চার্জিং কেবল ব্যবহারের কারণে iPhone 15 হিটিং সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

Read More: Best Scooters in India : স্কুটার কিনতে চান? আজ দেখাবো মাত্র ৭০ হাজারের মধ্যে সেরা ১০’টি স্কুটারের খোঁজ!

যদিও গ্রাহকদের এই সমস্যার কথা জানতে পেরেই ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে Apple। খুব শীঘ্রই সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার নিশ্চয়ই আপনার মনের প্রশ্ন আসতেছে এত দামি ফোন গরম হয়ে যাওয়ার কারণ কি? এই প্রসঙ্গে জানিয়ে রাখি,iPhone 15 Pro-এ গরম করার আসল সমস্যা হল A17 Pro চিপসেট, যা কোম্পানি তার প্রো মডেল যেমন iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এ দিয়েছে।অ্যাপল বিশেষজ্ঞ মিং-চি কুও জানিয়েছেন,“আইফোন 15 প্রো সিরিজে অতিরিক্ত গরম হওয়ার সমস্যার কারণ হল নতুন A 17 প্রো চিপসেট। তবে একটি সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হবে।ফোনটিকে হালকা করার জন্য টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। টাইটানিয়াম ফ্রেমের কারণে ফোন চলারকালীন তাপ বের হতে পারছে না। ফলে ফোন গরম হয়ে যাচ্ছে। তবে এই বিষয়ে চিন্তা করার কোনও কারণ নেই। অ্যাপল একটি নতুন সফ্টওয়্যার আপডেট আনতে চলেছে। তাতে iPhone 15 প্রো গরম হয়ে যাওয়ার সমস্যা মিটে যাবে”।

কি কি নতুন বৈশিষ্ট্য থাকছে এই মডেলে (iPhone 15 Pro)?

iPhone 15 Pro এর এই নতুন মডেলে 6.1 ইঞ্চি স্ক্রিন রয়েছে, যাতে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে থাকছে।iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max উভয়েই A17 Pro চিপসেট রয়েছে। পাশাপাশি এতে থাকছে
48-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর,USB-C পোর্ট,iOS 17 সাপোর্ট সিস্টেম এবং স্ট্যান্ডবাই মোড।

Read More: Yamaha Bikes : দেখে নিন ইয়ামাহার এই নতুন মডেল, রইল তেইশের সেরা 5 বাইক ও স্কুটার!