বলিউডের অন্যতম চর্চিত এবং বিতর্কিত নায়িকাদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। যে কোন বিষয়েই তার বিতর্কিত মন্তব্য বহুবার যে কঙ্গনা কে জনগণের সমালোচনার মুখোমুখি এনে ফেলেছে তা হয়তো সকলেই জানেন।বলিপাড়ার তারকা এবং তারকাসন্তানদের সমালোচনা করতে কখনও পিছপা হন না তিনি। নিজের মেধা এবং প্রতিভার জেরে বিনোদন জগতে জায়গা তৈরি করেছেন যে শিল্পীরা, তাঁদের মধ্যে অনেকের সঙ্গেও আদায়-কাঁচকলায় সম্পর্ক কঙ্গনার। তবে এহেন অভিনেত্রী কঙ্গনাই কিন্তু এবার সমস্ত কিছু ভুলে বিগবস এর মঞ্চে এসে সলমান খানকে প্রেম নিবেদন করে বসলেন। এমন কি হল যাতে এভাবে মনের কথা বলতে বাধ্য হলেন অভিনেত্রী? সত্যিই কি তবে এবার ভাইজানের সাথে সম্পর্কে যেতে চান নায়িকা? নাকি নতুন কোন পরিকল্পনা রয়েছে তার?
Read More: Salman Khan : বলিউডের ভাইজান সলমান খানের বছরে ইনকাম কত? জানুন বিস্তারিত
প্রসঙ্গত আগামী কিছুদিনের মধ্যেই কঙ্গনা অভিনীত ছবি তেজস মুক্তি পেতে চলেছে।দেশপ্রেমের এই ছবির প্রচারে এখন ব্যস্ত কঙ্গনা। সেই কাজের সূত্রেই ‘বিগ বস্ ১৭’-এর ঘরে এসেছিলেন অভিনেত্রী। প্রতিযোগীদের সঙ্গে আলাপ পরিচয় করার পাশাপাশি এদিন সলমান খানের সঙ্গেও আলাপ জমাতে দেখা যায় অভিনেত্রীকে। ‘বিগ বস্’-এর ম়ঞ্চে সলমন আসার আগেই এসে পড়েছিলেন কঙ্গনা। সলমনের ভঙ্গিতে নিজেকেই স্বাগত জানান তিনি। পিছনে তত ক্ষণে এসে দাঁড়িয়েছেন ভাইজান। কঙ্গনার নকল করা দেখে বেশ অবাক তিনি। তবে এর পরেই নিজে আশ্চর্যকর ভাব কাটিয়ে কঙ্গনার সাথেই মজা করতে শুরু করেন ভাইজান। এমনকি রসিকতা করে ভাইজান কঙ্গনাকে এও প্রশ্ন করে বসেন যে,ছবির সেটে যদি কেউ তাঁর সঙ্গে মশকরা করে, তা হলে কি মেজাজ হারান তিনি? কঙ্গনার সোজাসাপটা উত্তর, ‘‘আপনার মতো হ্যান্ডসাম কেউ যদি হন, তা হলে তো কাজে আরও মন বসে।’’ কঙ্গনার এই উত্তর শুনে আরও সাহস পান ভাইজান। তার পরেই তিনি কঙ্গনার উদ্দেশে বলে বসেন, ‘‘আপনাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। ১০ বছর পরে আপনি কী করছেন?’’
জানিয়ে রাখি দীর্ঘ সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করলেও হৃত্বিক রোশনের সঙ্গে প্রেম সম্পর্ক ভাঙ্গার পর থেকেই যেন কিছুটা বিমুখ হয়ে পড়েছিলেন কঙ্গনা। তবে এবার হঠাৎ করে সলমান খানের প্রতি তার এই মনের ভাব প্রকাশ থেকে রীতিমত অবাক হয়ে পড়েছেন সকলে। বলিউডে নিজের জায়গা পাকা করতে এবার কি তবে ভাইজানের ঘরণী হতে চান তিনি? নাকি ছবির প্রমোশনের জন্য শুধুই একটি পাবলিসিটি স্টান্ট করলেন অভিনেত্রী! প্রশ্ন থেকেই যাচ্ছে।জানিয়ে রাখি,‘কৃষ ২’ ছবির সময় থেকেই নাকি একে অপরের প্রেমে পড়েন কঙ্গনা- হৃত্বিক।বিস্তর জলঘোলাও হয় তাঁদের সম্পর্ক নিয়ে। পরিস্থিতি এমন হয় যে আদলতের দ্বারস্থ হন হৃতিক। যদিও সে সব অতীত। সাবা আজাদের সঙ্গে বাকি জীবন কাটানোর পরিকল্পনা করছেন অভিনেতা। অন্য দিকে, সেই ঘটনার পর থেকে নিজেকে ‘সিঙ্গল’ বলে এসেছেন কঙ্গনা।