Yamaha R15, FZ-র মতো বাইকের থেকেও বেশি বিক্রি হল এই স্কুটার! বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে

0
574
Yamaha R15, FZ-র মতো বাইকের থেকেও বেশি বিক্রি হল এই স্কুটার! বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে
Yamaha R15, FZ-র মতো বাইকের থেকেও বেশি বিক্রি হল এই স্কুটার! বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে

বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু নামিদামি সংস্থার বাইকের থেকেও বেশি স্কুটারের উপর ভরসা করছেন। এই সমস্ত স্কুটার যারা বিক্রি করে সেই সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ইয়ামাহা।কোম্পানির যে দু চাকাগুলি সবার প্রথম মাথায় আসে তা হল R15 এবং FZ-এর মতো জনপ্রিয় মোটরসাইকেল। কিন্তু সাম্প্রতিক এক বিশ্লেষণ জানাচ্ছে যে এই জনপ্রিয় মোটরসাইকেল গুলিকেও ছাপিয়ে গিয়েছে ইয়ামাহার একটি স্কুটারের মডেল।নাম Yamaha RayZR। একটি রিপোর্ট অনুযায়ী,সেপ্টেম্বর মাসে ভারতে 64,182টি ইউনিট বিক্রি করেছে Yamaha Motorcycle। যা 2022 সালের সেপ্টেম্বর (56,939) মাসের তুলনায় কিছুটা বেশি। এই বিক্রির মধ্যে সবচেয়ে বেশি কেনা-বেচা হয়েছে ইয়ামাহা স্কুটারের। কিন্তু কেন? মোটরসাইকেলের মডেল গুলি ছেড়ে এই ইয়ামাহা স্কুটারের বিক্রি কেন বাড়তে শুরু করল?এই সম্পর্কে আমরা প্রতিবেদনের পরবর্তী অংশে আলোচনা করব তবে আসুন তার আগে জেনে নেওয়া যাক এই এই স্কুটার এর ফিচার্স সম্পর্কে।

Yamaha RayZR এ কি কি সুবিধা থাকছে?

চলতি বছরের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী,বিক্রির নিরিখে কামাল করে দিয়েছে RayZR। প্রচুর মানুষ এই স্কুটার কিনেছেন 2023 সালে। আগ্রহী পাঠকদের জন্য জানিয়ে রাখি,Yamaha RayZR এ পাওয়া যায় 66 কিমি প্রতি লিটার মাইলেজ। এছাড়াও এতে আপনারা পেয়ে যাবেন 21 লিটার আন্ডার সিট স্টোরেজ, অটোমেটিক হেডল্যাম্প যে USB চার্জিং, অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল সহ একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন।অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি স্টার্ট-স্টপ সিস্টেম, এলইডি পজিশন লাইট, লাইটওয়েট বডি, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার বরাবর, ইউনিফাইড ব্রেকিং সিস্টেম এবং টেলিস্কোপিক সাসপেনশন সেট আপ।

Read More: Top 7 Bikes : বাইক বা স্কুটার কিনতে আগ্রহী রয়েছেন? উৎসবের মরশুমে কোনটা কিনলে লাভে থাকবেন? জেনে নিন আজকের প্রতিবেদন!

টায়ারের আকার সামনের দিকে 90/90-12 এবং পিছনে 110/90-10। স্কুটারটি পাঁচটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন কেন অন্যান্য মডেলগুলোর তুলনায় এই স্কুটারের বিক্রি বেড়ে গিয়েছে।
বলতে গেলে স্কুটারের বিক্রির হিসাব দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে ইয়ামাহা নিজেও।এই স্কুটির দাম শুরু 86,000 টাকা (এক্স-শোরুম) থেকে।Yamaha RayZR 125 হল স্টিলথি লুক, আক্রমনাত্মক কাট এবং রোমাঞ্চকর পারফরম্যান্সের একটি নিখুঁত মিশ্রণ।এটি এখন একটি বিল্ট-ইন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ সহ আসে যা আজকের বিশ্বে একটি অপরিহার্য নিরাপত্তা বৈশিষ্ট্য।

Read More: Yamaha Bikes : লঞ্চ হচ্ছে ইয়ামাহার লিজেন্ডারি মোটরসাইকেল আরএক্স ১০০ মডেল, জেনে নিন দাম এবং ফিচারস সহ অন্যান্য বিস্তারিত তথ্য