শুধুমাত্র বলিউড ইন্ডাস্ট্রি নয় দক্ষিণী চলচ্চিত্র জগতেও বেশ কিছু ছবিতে দুর্দান্ত অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন এই নায়িকা। বহু পুরস্কার রয়েছে তার ঝুলিতে। যদিও আজ আমরা তার একেবারে ছোট্ট বেলার ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি! দেখুন তো সমস্ত জটলা কাটিয়ে আপনারা চিনতে পারেন কিনা এই নায়িকাকে? প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন ধরেই দুর্দান্তভাবে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী।তাবড় তাবড় সুন্দরী নায়িকাদের কেউ টেক্কা দিচ্ছেন তিনি। বর্তমান সময়ের মতন তার ছোটবেলাকার ছবিতেও কিন্তু তার মিষ্টি হাসি দেখে যে কোন মানুষ খুশি হয়ে যাবেন।
আরও পড়ুন- Bollywood Update : তবে কি ভাঙ্গা সম্পর্ক ফের জোড়া লাগার পথে? আবারো এক হতে চলেছেন নাগা-সামান্থা!
আমরা বলছি সুন্দরী অভিনেত্রী কাজল আগারওয়ালের কথা।বক্স অফিসে তাঁর ছবি মানেই হিট। অজয় দেবগণের সঙ্গে একটি ব্লকবাস্টার ছবি করতেই ঘুরে যায় কেরিয়ারের অভিমুখ। শুধু তা-ই নয়। ‘আরআরআর’-এর পরিচালক এস এস রাজামৌলির সঙ্গেও কাজ করেছেন তিনি। তবে তার অভিনয় জীবন কিন্তু মাত্র কয়েক বছরের নয়।২০০৪ সালে বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘কিঁউ! হো গয়া না’-ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি। যদিও প্রথম এই ছবিটি খুব একটা সফলতা লাভ করেনি তবে পরবর্তীতে কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন কাজল। তাইতো পরবর্তীতে ‘স্পেশ্যাল ২৬’, ‘মগধীরা’, ‘মার্সাল’-এর মতো জনপ্রিয় ছবিগুলোতে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন- Bollywood Update : ঘটনাচক্রেই টাইগার হয়েছিলেন সলমান খান, কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কে?
প্রসঙ্গত উল্লেখ্য কাজল আগরওয়াল ১৯ জুন ১৯৮৫ সালে ভারতের মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা বিনয় আগরওয়াল পেশায় একজন উদ্যোক্তা এবং মা সুমন আগরওয়াল একজন ময়রা (মিঠাইত্তয়ালা)।অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার পরিকল্পনা ছিলো ব্র্যান্ড ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ পড়ার। যদিও তার ভবিষ্যৎ পাল্টে যায় অল্প কিছু মুহূর্তের সিদ্ধান্তের জন্যই। বর্তমানে বেশকিছু সুপার হিট ছবি এবং আন্তর্জাতিক পুরস্কার নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ ভালো জায়গাতেই অবস্থান করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল।