আসন্ন পুজোর মরসুমে অনেকেই হয়তো টু হুইলার বা ফোর হুইলার কেনার কথা ভাবছেন। সেই সমস্ত মানুষদের জন্যই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন যেখানে ইয়ামাহার একটি নতুন মডেল সম্পর্কে আমরা আলোচনা করব।১৯৮০ এর দশকে ভারতের বাজারে পা রেখেছিল ইয়ামাহা। অল্প কিছু সময়ের মধ্যেই ক্রেতাদের মন জয় করে নিয়েছিল এই সংস্থা। যদিও সময়ের সাথে সাথে এখনই সংস্থার জনপ্রিয়তা অনেকটাই নিম্নতর হয়ে পড়েছে। তবে সাধ্যের মধ্যে যদি স্কুটার কিনতে আগ্রহী থাকেন তবে এদের নতুন মডেল কিন্তু আপনারা নিশ্চিন্তে ট্রাই করে দেখতেই পারেন।
সম্প্রতি কিছুদিন আগেই ভারতীয় বাজারে Aerox 155-এর নতুন মনস্টার এনার্জি মটোজিপি এডিশন লঞ্চ করল ইয়ামাহা।।মটোজিপি এডিশনের ম্যাক্সি স্কুটার এবার ভারতের বাজারে R15M, MT-15 এবং Ray ZR 125 এডিশনের সঙ্গেই মিলবে। ফিচারস এর কথা বলতে গেলে বলা যায় এই এডিশনে খুব বেশি পরিবর্তন আনা হয়নি, তবে কসমেটিক এবং ফিচারে কিছু আপগ্রেডেশন করা হয়েছে। অন্যান্য মটোজিপি এডিশনের মডেলের মতো Aerox 155-তেও বিশেষ মনস্টার এনার্জি লিভারি দেওয়া হয়েছে। আপাতত এই মডেলটি আপনারা চারটি রংয়ের বিকল্পে পেয়ে যাবেন। রং গুলি হল-ব্ল্যাক, রেসিং ব্লু, গ্রে ভারমিলিয়ন এবং সিলভার।
আগ্রহী ক্রেতাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি,অ্যারোক্স পাওয়ারিংয়ে রয়েছে ১৫৫ cc, ৪ ভালভ, লিকুইড কুলড, ব্লু কোর ইঞ্জিন যা ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন (VVA) দিয়ে সাজানো হয়েছে।৮ হাজার rpm-এ ১৩.৯ Nm পিক টর্কের সঙ্গে ৬ হাজার ৫০০ rpm-এ ১৪.৭ bhp শক্তি উৎপন্ন করে। স্কুটারটিতে OBD2 এবং E20 ফুয়েল কমপ্লায়েন্টও থাকছে।এই মডেলে ক্লাস ডি হেডলাইট লাগানো হয়েছে। এই আলোর তেজ অনেক বেশি।
Read More: Yamaha Bikes : দেখে নিন ইয়ামাহার এই নতুন মডেল, রইল তেইশের সেরা 5 বাইক ও স্কুটার!
পাশাপাশি এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—অল-এলইডি আলোকসজ্জা, একটি ব্লুটুথ-সক্ষম ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, মাল্টি-ফাংশন কী, স্বয়ংক্রিয় স্টার্ট এবং স্টপ সিস্টেম, সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশন এবং একক-চ্যানেল ABS। এতগুলি ফিচারস থাকা সত্ত্বেও দাম কিন্তু মোটামুটি বাজেটের মধ্যেই রাখা হয়েছে এই টু হুইলারের। ভারতীয় বাজারে এর দাম রাখা হয়েছে ১,৪৮,৩০০ টাকা (এক্স শোরুম)। ইয়ামাহার এই মডেলটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।