আসন্ন ডিসেম্বর মাসে সম্মুখ সমরে লড়াই করতে চলেছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। না কোন যুদ্ধবিগ্রহ নয়, এই লড়াই বক্স অফিসের। হয়তো আপনারাও ভাবছেন যে ঠিক বেছে বেছে এই দুই অভিনেতার নামই কেন উল্লেখ করা হচ্ছে? আসলে এই দুই অভিনেতার মধ্যে কমন ফ্যাক্টর ক্যাটরিনা কাইফ। একদা রণবীরের প্রেমিকা ছিলেন ক্যাট। যদিও বর্তমানে ভিকি কৌশলের সহধর্মিনী তিনি। মাত্র কিছু সময় আগেই ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্যাটরিনা। স্বাভাবিকভাবেই সম্মুখ সমরে আবদ্ধ এই ডিসেম্বর মাস হতে চলেছে বেশ উল্লেখযোগ্য।
চলতি বছর পয়লা ডিসেম্বর একদিকে মুক্তি পাচ্ছে ভিকি কৌশল অভিনীত বহু প্রতীক্ষিত ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur)। অন্যদিকে ওই একই দিনে রিলিজ করছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ফিল্মি কেরিয়ারে অন্যতম ম্যাগনাম অপাস অ্যানিমাল (Animal)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দুই ছবির টিজার। দুটিতেই ব্যাপক ভালোবাসা জানিয়েছেন দর্শকেরা। তবে শেষ পর্যন্ত বাজিমাত করবে কোন ছবি তা এখনই বোঝা যাচ্ছে না।
Read More: ‘অভিনেতারা কখনও বয়স নিয়ে সত্যি কথা বলে না’, ফাঁস হল তমন্না ভাটিয়ার ১৮ বছরের পুরনো ভিডিও?
যদিও এখানে যে কোন রকমের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেই কথা মানতে নারাজ ভিকি কৌশল। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে ভিকি জানান, “আমিও অন্যান্য দর্শকদের মতো রণবীরের অ্যানিমেল দেখার জন্য মুখিয়ে রয়েছি। দুটো সিনেমার সাফল্যেরই যথেষ্ট জায়গা আছে। সেই শুক্রবার আমি আর রণবীর আমাদের দুজনের সিনেমাকেই দর্শকদের হাতে তুলে দিচ্ছি। তাই সেদিনটা আমাদের নয়, দর্শকদের। আজকের ইন্ডাস্ট্রিতে একই দিনে একাধিক সিনেমার রিলিজ দর্শকদের জন্যই আখেড়ে ভালো।
এভাবেই তো ইন্ডাস্ট্রির উন্নতি হবে।এক ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের এগিয়ে আসা উচিত। যাতে একই দিনে একাধিক সিনেমা ভালো ব্যবসা করতে পারে, সেদিকে খেয়াল রাখা উচিত। এক্ষেত্রে আখেড়ে হিন্দি সিনেমার দর্শকদের ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করার পাশাপাশি হল মালিকদের জন্য ভালো। দিনের শেষে আমরা তো দর্শকদের জন্যই কাজটা করি”।প্রসঙ্গত উল্লেখ্য,মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল, ফাতিমা সানা শেখ, সানিয়া গুলজার প্রমূখ। অন্যদিকে অ্যানিমাল ছবিটিতে প্রধান ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর, রস্মিকা মন্দন্না, তৃপ্তি দিমরি এবং ববি দেওল সহ আরো অনেক তারকাকে।